টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ৫ নভেম্বর তাঁর ৩৪তম জন্মদি𒁏ন উদযাপন করবেন। পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার শাহনওয়াজ দাহানি অবশ্য একদিন আগেই তাঁর প্রিয় ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আর একটা দিনও অপেক্ষা করতে পারেননি। বরং বলা যেতে পারে তিনি সকলের আগেই নিজের প্রিয় তারকাকে শুভেচ্ছা জানালেন। সেই কারণে কোহলির জন্মদিনের একদিন আগেই দাহানি বিরাটকে শুভেচ্ছা জানাতে থামেননি। ভারতের প্রাক্তন অধিনায়কের জন্মদিনের একদিন আগে টুইটারের মাধ্যমে বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের তরুণ তারকা। শুধু তাই নয়,বিরাটকে GOAT (সর্বকালের সর্বশ্রেষ্ঠ) বলে সম্বোধন করেছেন দাহানি। বর্তমানে পাকিস্তানের পেস বোলার দাহানির সেই টুইট খুব ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… মন খারাপ সৌরভ গঙ্গোপাধ্যায়ের, সোশ্যাল মিডিয়াতে 🐻সানার জনꦰ্য করলেন বিশেষ পোস্ট
বিরাটের সঙ্গে ছবি শেয়ার করে দাহানি লিখেছেন,‘যে শিল্পী ক্রিকেটকে সবচেয়ে সুন্দর করে তুলেছেন তাঁকে শুভেচ♓্ছা জানানো থেকে আমি ৫ নভেম্বর পর্যন্ত নিজেকে আটকে রাখতে পারিনি। শুভ জন্মদিন বিরাট কোহলি দ্যGOAT,ভাই আপনার দিনটি উপভোগ করুন এবং এইভাব🏅ে বিশ্বকে বিনোদন দিতে থাকুন।’
যদিও ভারত ও পাকিস্তানের ক্রিকেট নিয়ে মাঠে উত্তাপ চরমে পৌঁছায়। তবু মাঠের বাইরে দুই দেশের♋ ক্রিকেটারদের মধ্যে যে একটা দারুণ সম্পর্ক রয়েছে সেটা এই টুইট প্রমাণ করে। তবে দাহানির এই টুইটে এটাও স্পষ্ট যে পাকিস🧸্তানের বহু তরুণ তারকা বিরাট কোহলির বড়ভক্ত। সেই কারণেই বিরাটের জন্য তাঁরা মন থেকে শুভেচ্ছা জানান। বিরাট কোহলি যখন অফ ফর্মের সঙ্গে লড়াই করছিলেন তখন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা প্রকাশ্যে বিরাট কোহলিকে তাঁর খারাপ সময় কেটে যাওয়ার জন্য প্রাথর্না করেছিলেন। বিরাটের ভক্তের সংখ্যা যে শুধু ভারতেই আছে তা নয়, বিরাট কোহলির ভক্তের সংখ্যা গোটা বিশ্বে রয়েছে। পাকিস্তানেও যে সেই সংখ্যাটা কম নয়, তা আবারও প্রমাণ করলেন দাহানি।
আরও পড়ুন… দল হার🍨লেও লিটন জিতলেন কোহলির মন, বিরাটের থেকে পেলেন বিশেষ উপহার
শাহনওয়াজকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে পাকিস্তান দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারত ও পাকিস্তান উভয়কেই তাদের শেষ লিগ ম্ꦆযাচ খেলতে হবে ৬ নভেম্বর। গ্রুপ-২ থেকে কোন দুটি দল সেমিফাইনালে উঠবে তা নির্ধারণ করা হবে ৬ নভেম্বর। ৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকা খেলবে নেদারল্যান্ডস, ভারত খেলবে জিম্বাবোয়ে আর পাকিস্তান খেলবে বাংলাদেশের সঙ্গে। সেমিফাইনালের দৌড়ে বর্তমানে দক্ষিণ আফ্রিকা,ভারত,পাকিস্তান ও বাংলাদেশ রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।