বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলাꦑ ক্রিকেট দল, প্রমাণ মিলল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি দ্বি-পাক্ষিক সিরিজেই। দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলকে সিরিজের চতুর্থ ম্যাচে একতরফাভাবে উড়িয়ে দেন ভারতের মেয়েরা। তাও শেফালি বর্মা ও রিচা ঘোষের মতো দুই তারকা ক্রিক𒅌েটার এদিন ভারতের হয়ে মাঠেই নামেননি।
প্রিটোরিয়ার স্টেইন সিটি স্কুল গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শেফালির বদলে ভারতকে নেতৃত্ব দিতে নামা শ্বেতা শেরাওয়াত। ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রান তো🍨লে⭕।
ওপেন করতে নেমে নিশ্চিত হাফ-সেঞ্চুরি হ✱াতছাড়া করেন শিখা শালট। তিনি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৪৯ রান করে মাঠ ছাড়েন। ২৬ বলে ২৪ রান করেন অপর ওপেনার শ্বেতা। তিনি ৪টি চার মারেন। উইকেটকিপার হৃষিতা বসু ২৭ বলে ২০ রানের যোগদান রাখেন। তিনি ১টি বাউন্ডারি মারেন।
আরও পড়ুন:- ৪ রানে ৩ উইকেট 𝐆নাজিলার, দক্ষিণ আফ্রিকাকে হাসতে হাসতে হারালেন শেফালিরা
এছাড়া গঙ্গাদি তৃষা ৫, হার্লি গালা ১, তিতাস সাধু ৬ ও অর্চনা দেবী ৫ রান করেন। খাতা খুলতে পারেননি সো🦩নিয়া মেন্ধিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৯ রানে ২টি উইকেট নেন সেশনি নাইড়ু। ১🌞টি করে উইকেট পকেটে পোরেন জেমা বোথা ও কাইলা।
জবাবে ব্যাট করতে ন♔ামা দক্ষিণ আফ্রিকাকে ১৯ ওভারে মাত্র ৬১ রানে গুটিয়ে দেন ভারতের বোলাররা। কাইলা ১৪, আয়ান্দা ১২ ও জেমা বোথা ১১ রান করেন। বাকিরা কেউই দু'অঙ্কের রান করতে পারেননি। খাতা খুলতে পারেননি দক্ষিণ আফ্রিকার চারজন ব্যাটার (সিমোনে লরেন্স, কারাবো মেসো, সেশনি নাইড়ু ও মনচো)। এলান্দ্রি ৪, জেনা ইভান্স ৫, ওলুহলে সিয়ো ৭ ও নিনি ২ রান করেন।
ভারতের হয়ে ২ ওভার বল করে মাত্র ২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন তিতাস সাধু। তিনি ১০টি ডট বল করেন। ২ ওভ🌞ারে ৪ রান খরচ করে ২টি উইকেট দখল করেন সোনিয়া। তিনি ১২টি বলের মধ্যে ৯টি বলে কোনও রান খরচ করেননি। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন শবমন শাকিল, হার্লি গালা, অর্চনা দেবী ও গঙ্গাদি তৃষা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।