২০২২ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল ৬ মার্চ তাদের অভিযান শুরু করবে। প্রথম ম্যাচে তারা পাকিস্তানের মুখোমুখি হবে। ম্যাচের আগে ভারতীয় দলের ক্যাপ্টেন মিতালি রাজ বলেন, প্রতিপক্ষ দলের নামের চেয়ে দলের প্রস্তুতির দিকেই বেশি নজর। তাদের ভালো খেলা দেখাতে হবে। তারা কঠোর পরিশ্রমও করেছে এবং ভারত কোনও দলকে হালকাভাবে নিচ্ছে না। ভারতীয় ক্যাপ্টেন বলেন দলের সমস্ত খ𒈔েলোয়াড়ই ফিট এবং খেলার জন্য তৈরি। মাউন্ট মংনাইয়ে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের ম্যাচ।
ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মিতালি রাজের বেশিরভাগ প্রশ্নই ছিল পাকিস্তানের সঙ্গে ম্যাচ নিয়ে। মিতালি বলেন, ‘দল হিসেবে অভিযান শღুরু করতে পেরে আমরা খুশি। আমরা দেখছি না যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলব, আমরা খেলব একটি ভালো প্রস্তুত দলের বিরুদ্ধে। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে এবং গতি পেতে হবে। আমরা আমাদের প্রথম ম্যাচটিকে এভাবেই দেখছি। প🐠াকিস্তান ভালো দল। তারা আমাদের মতো কঠোর পরিশ্রম করেছে। আমরা কোনও দলকেই হালকাভাবে নিচ্ছি না। আমরা আমাদের খেলা খুব গুরুত্ব সহকারে খেলব।’ রবিবার মাঠে নামার আগে ভারত ও পাকিস্তান দলের ক্যাপ্টেনরা একে অন্যের সঙ্গে সময় কাটান। দুই ক্যাপ্টেন দুজনকে শুভেচ্ছা বিনিময় করলেন।
গত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় দল। ২০১৭ বিশ্বকাপে একটি টানটান ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। বর্তমান দলের অনেক খেলোয়াড়ই সেই দলে ছিলেন। গত বিশ্বকাপ ফাইনালের স্মৃতি প্রসঙ্গে মিতালি বলেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল✃ যে আমরা কোনও পুরানো স্মৃতি ছাড়াই বিশ্বকাপে খেলব। মাঠের পরিস্থিতি আপনি কীভাবে মোকাবেলা করেন তা গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস꧟ করতে হবে যে আমরা যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ টেনে আনতে পারি।’
চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ এবং ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দেখে মিতালি বলেন যে পিচগুলো ব্যাটসম্যানদের জন্য সহায়ক। প্রতিটি দলই তাকিয়ে আছে ২৫০ রানের দিকে। এছাড়াও, ফর্মে থাকা ব্যাটারদের শেষ পর্যন্ত টিকে থাকা দরকার। উইকেট মন্থর হলে নতুন ব্যাটারদের পক্ষে রান♎ করা সহজ হবে না। হরমনপ্রীত কউর ফর্ম ফিরে পাওয়া বিশ্বকাপের আগে ভারতীয় দলের কাছে সুখবর। যদিও তরুণ ব্যাটসম্যান শেফালি ভার্মার রান পাচ্ছেন না। এসব প্রসঙ্গে ক্যাপ্টেন বলেন, মিডল অর্ডারে হারমানের অভিজ্ঞতা কাজে আসবে। তাদের ফর্মে থাকাটা জরুরি। এমন পরিস্থিতিতে টুর্নামেন্টের আগে রান করা ভালো ব্যাপার। একই সাথে শেফালি তার খেলা জানে। সে ভালো করবে সব খেলোয়াড়ই ফিট এবং নির্বাচনের জন্য উপলব্ধ। মিতালি অবশ্য ব্যাটিং অর্ডার বা দল নিয়ে কোনও কথা বলেননি। তিনি বলেন ম্যাচের আগে দল ঘোষণা করবে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।