রীতিমতো জমে গেল চলতি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই। নিউজিল্যান্ꦑডকে হারিয়ে শেষ চারের দৌড়ে বাড়তি অক্সিজেন পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্๊যদিকে ব্রিটিশদের কাছে হেরে খাদের কিনারায় গিয়ে দাঁড়াল আয়োজকরা। যদিও এখনও সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা রয়েছে দু'দলের সামনেই।
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচের ফলাফলের নিরিখে পয়েন্ট টেবিলের প্রথম চারে কোনও রদবদল হয়নি। অস্ট্রেলিয়া (৫ ম্যাচে ১০ পয়েন্ট) যথারীতি ১ নম্বরে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচে ৮ পয়েন্ট)। ওয়েস্ট ইন্ডিজ (৫ ম্যাচে ৬ পয়েন্🐭ট) তৃতীয় স্থানে অবস্থান করছে। চারে রয়েছে ভারত (৫ ম্যাচে ৪ পয়েন্ট)।
আরও পড়ুন:- IND vs AUS: রান তাড়া করে রেকর্ড জয়, ভারতকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ꦏঅস্ট্𒀰রেলিয়া
নিউজিল্যান্ডকে টপকে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে আসে ইংল্যান্ড। ভারতের মতোই ৫ ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্𝐆ট। নিউজিল্যান্ড ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমে যায়। যথারীতি লিগ টেবিলের শেষ দু'টি স্থানে রয়েছে বাংলাদেশ (৪ ম্যাচে ২ পয়েন্ট) ও পাকিস্তান (৪⛎ ম্যাচে ০ পয়েন্ট)।
আইসিসি মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিল:-
১. অস্ট্রেলিয়া: ম্যাচ-৫, জয়-৫, হার-০, পয়েন্ট-১০ (নেট রান-রেট: +১.৪২৪)।
২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৪, জয়-৪, হার-০, পয়েন্ট-৮ (নেট রান-রেট: +০.২২৬)।
৩. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-৫, জয়-৩, হার-২, পয়েন্ট-৬ (নেট রান-রেট: -০.৯৩০)।
৪. ভারত: ম্যাচ-৫, জয়-২, হার-৩, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +০.৪৫৬)।
৫. ইংল্যান্ড: ম্যাচ-৫, জয়-২, হার-৩, পয়েন্ট-৪ (নেট রান-রেট: ০.৩২৭)।
৬. নিউজিল্যান্ড: ম্যাচ-৬, জয়-২, হার-৪, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.২২৯)।
৭. বাংলাদেশ: ম্যাচ-৪, জয়-১, হার-৩, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.৩২৪)।
৮. পাকিস্তান: ম্যাচ-৪, জয়-০, হার-৪, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯৯৬)।
*বিশ্বকাপের ১৯ নম্বর ম্যাচের (নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড) শেষ♈ে পয়েন্ট টেবিলের অবস্থান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।