অস্টඣ্রেলিয়ার বিরুদ্ধে মহিলা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে একসময় ভারত ৬ ওভারে দুই ওপেনারের উইকেট হারিয়ে মাত্র ২৮ রান তুলেছিল। সেখান থেকে যস্তিকা ভাটিয়া, মিতালি রাজ, ও হরমনপ্রীত কউরের দুর্দান্ত লড়াই♔য়ে ভর করে ভারতীয় দল জয়ের জন্য অজিদের সামনে ২৭৮ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয়। এই ম্যাচ জিতলে অস্ট্রেলিয়ার সামনে সেফিফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগ ছিল। তবে জিততে হলে অজিদের বিশ্বকাপের মঞ্চে রান তাড়া করার রেকর্ড গড়তে হতো। শেষমেশ বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়েই শেষ চারের টিকিট নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তারা শেষ ওভারের থ্রিলারে ভারতকে ৬ উইকেটে পরাজিত করে। অল্পের জন্য ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মেগ ল্যানিং।
ম্যাচের সেরা মেগ ল্যানিং
নিশ্চিত শতরান হাতছাড়া করলেও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মেগ ল্যানিং। তিনি ১৩টি বাউন্♐ডারির সাহায্যে ১০৭ বলে ৯৭ রান করে আউট হন।
সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল অস্ট্রেলিয়া
টানা ৫ ম্যাচে জিতে প্রথম দল হিসেবে চলতি আইসিসি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল অস্ট্রেলিয়া। লিগে এখনও তাদের ২টি ম্যাচ বাকি রয়েছে। ইতিমধ্যেই অজিদের সংগ্রহে রয়েছে ১০ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনও দলের পক্ষে ১০ পয়েন্টে পৌঁছনো সম্ভব নয়। দেখুন আইসিসি মহিলা বিশ🍃্বকাপের আপডেটেড পয়েন্ট টেবিল।
রান তাড়া করে রেকর্ড জয়
মেয়েদের বিশ্বকাপের ইতিহাসে রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। মেয়েদের বিশ্বকাপে সব থেকে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার নামেই। ২০১৭ বিশ্বকাপে ব্রিস্টল⛎ে শ্রীলঙ্কার ৯ উইকেটে ২৫৭ রানের জবাবে ২ উইকেটে ২৬২ রান তুলে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। সুতরাং, নিজেদেরই পুরনো রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া।
৩ বল বাকি থাকতে উত্তেজক জয় অস্ট্রেলিয়ার
শেষ ওভারে ঝুলনের প্রথম বলে চার মারেন বেথ মুনি। দ্বিতীয় বলে ২ রান নেন তিনি। তৃতীয় বলে পুনরায় চার মেরে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন মুনি। ভারতের ৭ উইকেটে ২৭৭ রানের জবাবে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৮০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩ বল বাকি থাকতে ৬ উইকেটের উত্তেজক জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। মুনি ৪টি বাউন্ডারির স🎃াহায্যে ২০ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ২ বল খেলে শূন্য রানে নট-আউট থাকেন তালিয়া। ভারতের হয়ে পূজা ৪৩ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন স্নেহ রানা ও মেঘনা সিং।
মেগ ল্যানিং আউট
সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন ল্যানিং। ৪৮.৪ ওভারে মেঘনার বলে পূজার হাতে ধরা পড়েন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। ১৩টি বাউন্ডারির সাহায♔্যে ১০৭ বলে ৯৭ রান করে আউট হন ল্যানিং। অস্ট্রেলিয়া ২৭০ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার তালিয়া ম্যাকগ্রা। শেষ ওভারে জয়ের 🎉জন্য অস্ট্রেলিয়ার দরকার ৮ রান। মেঘনা ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন ৬৮ রানে ১ উইকেট নিয়ে।
১২ বলে ১১ রান দরকার অস্ট্রেলিয়ার
জয়ের জন্য ১২ বলে ১১ রান দরকার অস্ট্রেলিয়ার। ৪৮ ওভার শেষে অস্ট্রেলিয়া🌌র সংগ্রহ ৩ উইকেটে ২৬৭। ৯৬ রানে ব্যাট করছেন ল্যানিং। ৪৮তম ওভারে ঝুলন মাত্র ২ রান খরচ করেন।
৪ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ২১ রান
জয়ের জন্য ২৪ বলে ২১ রান দরকার অস্ট্রেলিয়ার। ৪৬ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উই🃏কেটে ২৫৭ রান। ল্যানিং ৯২ ও মুনি ১২ রানে ব্যাট করছেন।
৩৬ বলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৩৭ রান
৪৪ ওভারে অস্ট্রেলিয়া ৩ উইকেটের বিনিময়ে ২৪১ রান তুলেছে। ৩৬ বলে জয়ের জন্য অস্ট൩্রেলিয়ার দরকার ৩৭ রান। মেগ ল্যান♏িং ৮৫ রানে অপরাজিত রয়েছেন।
পেরিকে ফেরালেন পূজা
৪১.৩ ওভারে পূজার বলে মিতালির হাতে ধরা পড়েন এলিস পেরি। ১ꦦটি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন অজি তারকা। অস্ট্রেলিয়া ২২৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুনꦏ ব্যাটার বেথ মুনি। ৪২ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২৩২/৩। ল্যানিং ৭৮ রানে ব্যাট করছেন।
বৃষ্টির পর পুনরায় ম্যাচ শুরু
বৃষ্টির বাধা কাটিয়ে পুনরায় ম্যাচ শুরু। আশার কꩵথা, কমানো হয়নি ওভ🧸ার। বৃষ্টির পর ভারতের হয়ে বোলিং শুরু করেন পূজা।
বৃষ্টিতে বন্ধ ম্যাচ
৪১ ওভার শেষে বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ ম্যাচ। ঢেকে দেওয়া হয়েছে পিচ। অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২২৫। খেলা না হলে এই পর্যায়ে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৯৭ রান। সুতরাং, বৃষ্টির পর খেলা শুরু না হলে জিতে যাবে অস্ট্রেলিয়া। মেগ ল্যানিং ১০টি বাউন্ডারির সাহায🍌্যে ৮১ বলে ৭৩ রান করেছ🐷েন। ১টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ২৮ রান করেছেন এলিস পেরি। আপাতত জয়ের জন্য ৫৪ বলে ৫৩ রান দরকার অস্ট্রেলিয়ার।
১০ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ৫৪ রান
জয়ের জন্য শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৫৪ রান। তারা ৪০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২২৪ রান তুলেছে। মেগ ল্যানিং ৭৮ বলে ৭৩ রান করেছেন। ৪৫ বꦦলে ২৭ রান করেছেন এলিস পেরি।
২০০ টপকাল অস্ট্রেলিয়া
৩৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে দলগত ২০০ রানের গণ্ডি টপকে গেল অস্ট্রেলিয়া। তাদের স্কোর ২ উইকেটে ২০১ রান। মেগ ল্যানিং ৬৬ বলে ৬২ রান ক🍨রেছেন। তিনি ৯টি বাউন্ডারি মেরেছেন। ৩৩ বলে ১৬ রান করেছেন পেরি।
হাফ-সেঞ্চুরি ল্যানিংয়ের
৮টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মেগ ল্যানিং। ৩৪ ওভার শেষে অস্ট্রেল♌িয়ার স্কোর ২ উইকেটে ১৯১ রান। 💙ল্যানিং ৫৪ ও পেরি ১৪ রানে ব্যাট করছেন।
৩০ ওভারে অস্ট্রেলিয়া ১৬৪/২
৩০ ওভারে অস্ট্রেলিয়া ২ উ🐻ইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলেছে। জয়ের জন্য ২০ ওভারে তাদের দরকার ১꧑১৪ রান। মেগ ল্যানিং ৪৩ বলে ৩৪ রান করেছেন। ২০ বলে ৮ রান করেছেন এলিস পেরি।
১৫০ টপকাল অস্ট্রেলিয়া
২৭তম ওভারে ২ 🅰উইকেটের বিনিময়ে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে গেল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার স্কোর ১৫৪/২। মেগ ল্যানিং ২৭ ও এলিস পেরি ৫ রানে ব্যাট করছেন। ল্যানিং ৪টি বাউন্ডারি মেরেছেন।
২৫ ওভারে অস্ট্রেলিয়া ১৪২/২
অর্ধেক ইনিংস অতিক্রান্ত। অস্ট্রেলিয়া ২৫ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য শেষ ২৫ ওভারে তাদের তুলতে হবে ১৩৬ রান। হাতে রয়েছে ৮টি𝓡 উইকেট। মেগ ল্যানিং ১৭ ও এলিস পেরি ৩ রানে ব্যাট করছেন।
হেইন্সকে ফেরালেন পূজা
২০.৬ ওভারে পূজা বস্ত্রকারের বলে রিচার দস্তনায় ধরা পড়েন রাচেল হেইন্স। ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৩꧙ বলে ৪৩ রান করে💦 সাজঘরে ফেরেন রাচেল। অস্ট্রেলিয়া ১২৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার এলিস পেরি।
হিলিকে ফেরালেন রানা
অবশেষে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙল ভারত। ১৯.২ ওভারে স্নেহ রানার বলে মিতালি রাজের হাতে দরা পড়েন অ্যালিসা হিলি। ৯টি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে🐈 ৭২ রান করে মাঠ ছাড়েন অজি ওপেনার। অস্ট্রেলিয়া ১২১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার মেগ ল্যানিং। ২০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১২২/১। ৪৩ রানে ব্যাট করছেন হেইন্স।
জিততে হলে রেকর্ড গড়তে হবে অজিদের
ভারতকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে অজিদের বিশ্বকাপে সব থেকে বেশি রান তাড়া করে জয় তুলে নেওয়ার রেকর্ড গড়তে হবে। বিস্তারিত পড়ুন:- Women's World Cup: জিততে হলে বিশ্বকাপে রান তাড়া করার রেকর্ড গড়তে হবে অস𒉰্ট্রেলিয়াকে
হাফ-সেঞ্চুরি হিলির
৬টি বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়া ১৫ ওভার শেষে কোনও ꧅উইকেট না হারিয়ে ৮৮ রান তুলেছে। হিলি ৫০ ও রাচেল হেইন্স ব্যক্তিগত ৩৪ রানে ব্যাট করছেন।
১০ ওভারে অস্ট্রেলিয়া ৬৭/০
১০ ওভার শেষে অস্ট্রেলিয়া বিনা উইক♍েটে ৬৭ রান তুলেছে♍। অ্যালিসা হিলি ৪২ রান করেছেন। রাচেল হেইন্স ২৫ রানে ব্যাট করছেন।
৫০ ছুঁল অস্ট্রেলিয়া
৭ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। অজিদের স্কোর ৫০/০। অ্যালিসা হিলি ৬টি বাউন্ডারির সাহꦰায্যে ২৭ বলে💞 ৩৬ রান করেছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করেছেন রাচেল হেইন্স।
৪ ওভারে অস্ট্রেলিয়া ২৯/০
৪ ওভার শেষে অস্ট্রেলিয়া কোনও উিকেট না হারিয়ে ২৯ রান তুলেছে। অ্যালিসা হিলি ১৪ বলে ২০ রান করেছেন। ১০ বলে ৮ রান করেছেন রা🌠চেল হেইন্স। হিলি ৩টি বাউন্ডারি মেরেছেন।
জোড়া বিশ্বরেকর্ড ছুঁলেন মিতালি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাফ-সেঞ্চুররি সুবাদে দুর্দান্ত বিশ্বকাপে একজোড়া বিশ্বরেকর্ড ছুঁলেন মিতালি। বিস্তারিত পড়ুন:- Women's Worldꦍ Cup: বিশ্বকাপে কিংবদন্তি হকলির জোড়া বিশ্বরেকর্ড ছুঁলেন মিতালি রাজ
অস্ট্রেলিয়ার রান তাড়া করা শুরু
অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন অ্যালিসা হিলি ও রাচেল হেইন্স। ভারতের হয়ে বোলিং শুরু করেন কেরিয়ারের ২০০তম ওয়ান ডে খেলতে নামা ঝুলন গোস্বামী। 𒐪প্রথম ওভারে ৮ রান ওঠে। কোনও উইকেট হারায়নি অℱস্ট্রেলিয়া।
ভারত ৫০ ওভারে ২৭৭/৭
ইনিংসের শেষ বলে রান-আউট হলেন পূজা বস্ত্রকার। ভারত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭৭ রান তুলেছে। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৪ রান ক⛎রেন পূজা। ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন হরমনপ্রীত কউর। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ২৭৮ রান।
হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের
৬টি বাউ❀ন্ডারির সাহায্♈যে ৪২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হরমনপ্রীত কউর। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ২৫৭। হরমনপ্রীত ৫০ ও পূজা ২২ রানে ব্যাট করছেন।
২৫০ টপকাল ভারত
৪৭তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি ট🍨পকে গেল ভারত। ৪৭ ওভার শেষে ভারত ৬ উইকেটের🧜 বিনিময়ে ২৫১ রান তুলেছে। হরমনপ্রীত ৪৭ ও পূজা ২০ রানে ব্যাট করছেন।
কিংয়ের ওভারে ১৭ রান
৪৬তম ওভারে অ্যা🦋লানা কিংয়ের বলে ২টি চার ও ১টি ছক্কা-সহ ১৭ রান তোলে ভারত। ৪৬ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ২৪২ রান। হরমনপ্রীত ৪১ ও পূজা ১৭ রান🃏ে ব্যাট করছেন। কিং ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন ৫২ রানে ২ উইকেট নিয়ে।
৪৫ ওভারে ভারত ২২৫/৬
৪৫ ওভার শেষে ভারত ৬ উইকেটের বিনিময়ে ২২৫ রান🔴 তুলেছে। ৩৪ বলে ৩৬ রান করেছেন হরমনপ্রীত কউর। ১♑১ বলে ৬ রান করেছেন পূজা বস্ত্রকার। হরমনপ্রীত ৪টি বাউন্ডারি মেরেছেন।
স্নেহ রানা আউট
৪২.১ ওভারে জোনাসেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন স্নেহ রানা। ৫ বলে ১ রান করেন তিনি। ভারত ২১৩ রানে ৬ উইকেট হারিয়ে💮 চাপে। ক্রিজে নতুন ব্যাটার পূজা বস্ত্রকার। ৪৩ ওভারে ভারতের স্কোর ২১৫/৬।
আউট হলেন রিচা
৪১.১ ওভারে অ্যালানা কিংয়ের বলে রিচা ঘোষকে স্টাম্প আউট 💯করেন হিলি। ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন রিচা। ভারত ২১২ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার স্নেহ রানা। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ২১৩/৫।
২০০ টপকাল ভারত
৪০তম ওভারে ৪ উইকেটের বিনিময়ে দলগত ২০০ রানের গণ্ডি ছুঁয়ে𒊎 ফেলে ভারত। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২১২। হরমনপ্রীত ৩০ ও রিচা ৮ রানে ব্যাট করছেন।
মিতালি রাজ আউট
৩৭.৩ ওভার🐟ে অ্যালানা কিংয়ের বলে পেরির হাতে ধরা পড়েন মিতালি। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৬ বলে ৬৮ রান করে সাজঘরে ফেরেন ভারতের ক্যাপ্টেন।ভারত দলগত ১৮৬ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার রিচা ঘোষ। ৩৮ ওভারে ভারতের স্কোর ꦑ১৯২/৪। হরমনপ্রীত ১৭ রানে ব্যাট করছেন।
৩৭ ওভারে ভারত ১৮৫/৩
৩৭ ওভার শেষে ভারতের সংগ্র𒈔হ ৩ উইকেটের বিনিময়ে ১৮৫ রান। মিতালি ৯৫ বলে ৬৮ রানে ব্যাট করছেন। ১৭ বলে ১১ রান করেছেন হরমনপ্রীত।
যস্তিকা ভাটিয়া আউট
৩১.৪ ওভারে ডার্সি ব্রাউনের তৃতীয় শিকার 𒀰হলেন যস্তিকা ভাটিয়া। ৬টি বাউন্ডারির সাহায্যে ৮৩ বলে ৫৯ রান করে পেরির হাতে ধরা পড়েন তিনি। ভারত দলগত ১৫৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত কউর। ভারত ৩২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬২ রান তুলেছে। মিতালি ৫৬ রানে ব্যাট করছেন।
ভাটিয়ার হাফ-সেঞ্চুরি
৫টি🍸 বাউন্ডারির সাহায্যে ৭৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন যস্🌊তিকা ভাটিয়া। ইনিংসের ৩১তম ওভারে ভারত দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায়। ভারতের স্কোর ১৫৭/২। মিতালি ৭৮ বলে ৫১ রান করেছেন। ভাটিয়া ৮১ বলে ৫৯ রান করে অপরাজিত রয়েছেন।
হাফ-সেঞ্চুরি মিতালির
৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিতালি রাজ। ৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৪৪ র🌠ান। মিতালি ৫০ ও যস্তিকা ভাটিয়া ব্যক্তিগত ৪৯ রানে ব্যাট করছেন।
১০০ রানের পার্টনারশিপ
যস্তিকা ভাটিয়াকে সঙ্গে নিয়ে ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ💛 করলেন মিতালি রাজ। ভারত ২৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলেছে। মিতালি ৪৭ ও ভাটিয়া ৪৩ রানে ব্যাট করছেন।
১০০ টপকে গেল ভারত
ইনিংসের ২২তম ওভারে ভারত ২ উইকেটের বিনিময়ে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। ২৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ▨২ উইকেটে ১১৩ রান। ৫৮ বলে ৩৬ রান করেছেন যস্তিকা ভাটিয়া। তিনি ৩টি বাউন্ডারি মℱেরেছেন। মিতালি ৫৯ বলে ৩৪ রান করেছেন। তিনিও ৩টি বাউন্ডারি মেরেছেন।
২০ ওভারে ভারত ৯০/২
বিপর্যয় সামলে ভারতকে টানছেন মিতালি রান ও যস্তিকা ভাটিয়া জুটি। ভারত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলেছে। ৪৭💯 বলে ২৭ রান করেছেন যস্তি𒉰কা। ৪৬ বলে ২১ রান করেছেন মিতালি।
১৫ ওভারে ভারত ৭৫/২
১৫ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান সংগ্রহ করেছে। ৩২ বলꦦে ২২ রান করেছেন যস্তিকা ভাটিয়া। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন। ৩১ বলে ১৮ রান করেছেম মিতালি রাজ। তিনিও ২টি চার মেরেছেন।
দুর্দান্ত মাইলস্টোন ঝুলনের
এতদিন মিতালি রাজ একা রাজত্ব করছিলেন। এবার তাঁর কৃতিত্বে ভাগ বসালেন ঝুলন গোস্বামী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের হাই-প্রোফাইল ম্যাচের প্রথম একাদশে জায়গা পাওয়া মাত্রই এলিট ক্লাবে নাম তুলে ফেলেন তিনি। বিস্তারিত পড়ুন:- Women's World Cup: 'ডাবল সেঞ্চুরি' ঝুলনের, মিতালির রাজত্বܫে ভাগ বসালেꦓন বাংলার তারকা পেসার
৫০ টপকাল ভারত
১২তম ওভারে ২ উইকেট হারিয়ে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৬০𓆉/২। উল্লেখযোগ্য বিষয় হল, ১২তম ওভারে মোট ১২টি বল করেন এলিস পেরি। তিনি ৬টি ওয়াইড বল করেন। তার মধ্যে একটি ওয়াইড বল বাউন্ডারিতে চলে যায়। ওভারে মোট ১৬ রান ওঠে। যস্তিকা ২০ ও মিতালি ৫ রানে ব্🧸যাট করছেন।
১০ ওভারে ভারত ৩৯/২
১ܫ০ ওভার 🧸শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১১ রান করেছেন যস্তিকা ভাটিয়া। ১৩ বলে ৩ রান করেছেন মিতালি রাজ।
শেফালি বর্মা আউট
পঞ্চম ওভারে মেগানের শেষ ২টি বলে পরপর একটি ছয় ও ১টি চার মারেন শেফালি বর্মা। ত꧅বে ৫.৬ ওভারে ব্𒊎রাউনের বলে মুনির হাতে জরা পড়েন তিনি। ১৬ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন শেফালি। ভারত দলগত ২৮ রানে দুই ওপেনারকে হারিয়ে বসে। ক্রিজে নতুন ব্যাটার মিতালি রাজ।
স্মৃতি মন্ধনা আউট
৩.১ ওভারে ডার্সি ব্রাউনের বলে মেগ ল্যানিংয়ের হাতে ধরা পড়েন নির্ভরযোগ্য ওপেনার স্✅মৃতি মন্ধনা। ১টি বাউন্ডা🔥রির সাহায্যে ১১ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন মন্ধনা। ভারত দলগত ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার যস্তিকা ভাটিয়া। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১৫/১।
৩ ওভারে ভারত ১১/০
৩ ওভার শেষে ভারত বিনা উইকেটে ১১ রান তুলেছে। ১০ বলে ১০ রಌান করেছেন স্মৃতি মন্ধনা। ৮ বলে ১ রান করেছেন শেফালি বর্মা। মন্ধনা ১টি বাউন্ডারি মেরেছেন।
ম্যাচ শুরু
স্মৃতি মন্ধনার সঙ্গে ভারতের হয়ে ওপেন করতে নামেন শেফালি বর্মা। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মেগান শুট। প্রথম বলেই ২ রান নিয়ে খꦯাতা খোলেন মন্ধনা। প্রথম ওভারে ৩ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ভারত।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
অ্যালিসা হিলিꩲ (উইকেটকিপার), রাচেল হেইন্স, মেগ ল্যানিং (ক্যাপ্টেন), এলিস পেরি, বেথ মুনি, তালিয়া ম্যাকগ্রা, অ্যাশলেই গার্ডনার, জেস জোনাসেন, অ্যালানা কিং, মেগান শুট ও ডার্সি ব্রাউন।
ভারতের প্রথম একাদশ
স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া, মিতালি রাজ (ক্যাপ্টেন), রিচা ঘোষ (উইকেটকিপার), হরমনপ্🧜রীত কউর, স্নেহ রানা, ঝুলন গোস্বামী, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা বস্ত্রকার।
বাদ পড়লেন দীপ্তি
সাহসী সিদ্ধান্ত ভারতের। ব্যাটিং ব্যর্থতা ঢাকতে মিতালিরা টপ অর্ডারে ফেꦿরালেন আগ্রাসী ওপেনার শেফালি বর্মাকে। তবে বাদ দিলেন নির্ভরযোগ্য অল-রাউন🌄্ডার দীপ্তি শর্মাকে।
টস জিতল অস্ট্রেলিয়া
ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচ টস-ভাগ্য সঙ্গ দিল অস্ট্রেলিয়াকে। অজি ক্যাপ্টেন মেগ ল্যানিং꧅ টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে শুরুতে ব্যাটি🌄ং মিতালিদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।