অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে আবারও পদক জিতꦦল ভারত। শনিবার ১০ কিলোমি📖টার রেস ওয়াকে রুপো জিতলেন অমিত খাতরি।
রুপো জিতলেও সোনা জয়ের সুবর্ণ সুযোগ ছিল অমিতের সামনে। শেষ দুটি ল্যাপের আগে পর্যন্ত শীর্ষে ছিলেন অমিত। কিন্তু শেষ দুটি ল্যাপে তাঁকে টপকে যান কেনিয়ার হেরিংস্টোন ওয়ানওনি। সেইসময় জলপানের বিরতি নিয়েছিলেন অমিত। যে সিদ্ধান্ত নিয়ে কিছুটা আক্ষেপ আছে ক্রীড়া মহলের। শেষপর্যন্ত ৪২ মিনিট ১৭.৯৪ সেকেন্ডে রেস শেষ করে রুপো জেতেন অমিত। ৪২ মিনিট ১০.৮৪ সেকেন্ডে সোনা জিতে 🔜নেন হেরিংস্টোন। অন্যদিকে, ৪২ মিনিট ২৬.১১ সেকেন্ড শেষ করে ব্রোঞ্জ জিতেছেন স্পেনের পল ম্যাকগ্রাথ। সোনা এবং ব্রোঞ্জজয়ী নিজেদের কেরিয়ারের সেরা সময় করেন।
তবে কেনিয়ার নাইরোবিতে যে সময়♕ ꦑরেস শেষ করেছেন অমিত, অতীতে তার থেকেও কম সময় করেছেন। চলতি বছরের জানুয়ারিতে জুনিয়র ফেডারেশন কাপে নয়া জাতীয় রেকর্ড তৈরি করেন। প্রায় দেড় মিনিট কম সময় করে পরমদীপ মোরের রেকর্ড ভেঙে দেন অমিত। ৪০ মিনিট ৪০.৯৭ সেকেন্ড সময় ১০ কিলোমিটার পার করেছিলেন। যা তাঁর পূর্ববর্তী সেরার সময়ের থেকে প্রায় তিন মিনিট কম ছিল।
এমনিতে এবার ভারতের জন্য বেশ ভালোই কাটছে অ🅘নূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপ। ইতিমধ্যে নাইরোবিতে ব্রোঞ্জ জিতেছে ভারতের ৪X৪০০ মিটার মিক্সড রিলে দল। ৩:২০:৬ সময় করেন ভারতীয়রা। যা চলতি মরশুমে ভারতের সেরা পারফরম্যান্স। সেই দলের অন্যতম সদস্য প্রিয়া মোহন মহিলা ৪০০ মিটারের ফাইনালে উঠেছেন। বুধবার তৃতীয় হিটে তৃতীয় স্থানে শেষ করেন। তাঁর সময় ৫৩.৭৯ সেকেন্ড। সার্বিকভাবে চতুর্থ স্থানে থেকে ফাইনালে উঠেছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।