প্র﷽ত্যাশা মতোই বদলে গেল বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সূচি। তবে অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপের আরও ৮টি ম্যাচের দিনক্ষণও বদলে গি🔴য়েছে। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে পরিবর্তিত সূচি ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিল ১৫ অ💞ক্টোবর। তবে নবরাত্রির জন্য সেই ম্যাচটির সূচি বদলের দাবি ওঠে। শেষমেশ পরিস্থিতি খতিয়ে দেখে ম্য়চটি একদিন এগিয়ে নি♏য়ে আসা হয়।
একটি ম্যাচের সূচি বদল মানে অবধারিতভাবে অন্য ম্যাচের সূচিতেও তার প্রভাব পড়ে। যদিও এক্ষেত্রে একাধিক ম্যাচের দিনক্ষণ ও সময় বদলে দেওয়া হয় উদ্ভূত পরিস্থিতিতে। কালীপুজোর জ♓ন্য বদলে গিয়েছে ইডেনের পাকিস্তান বনাম ইওংল্যান্ড ম্যাচের সূচি। ভারতের ১টি লিগ ম্যাচও রয়েছে বদলে যাওয়া সূচির তালিকায়। দেখে নেওয়া যাক কোন কোন ম্যাচের ক্রীড়াসূচি বদলানো হয় আইসিসির তরফে।
কোন কোন ম্যাচের সূচি বদলে গেল:-
১. আমদাবাদে ভারত-পাকিস্তাไন ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। তবে সেই ম্যাচটি এখন আয়োজিত হবে একদিন আগে অর্থাৎ ১৪෴ অক্টোবর।
২. দিল্লিতে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি অন♒ুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর। সেই ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে ১ দিন পরে অর্থাৎ, ১৫ অক্টোবর।
৩.🅠 হায়দরাবাদে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা লিগ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। স𒉰েই ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর।
৪. লখনউয়ে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৩ অক্টোবর। পরিবর্তিত সূচি অনুযায়ী সেই ম্যাচটি আয়োজিত হবে ১২ ﷽অক্টোবর।
৫. চেন্নাইয়ে ১৪ অক্টোবরে🦋র নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর। আগের সূচি অনুযায়ী এই ম্যাচটি দিনের বেলা খেলা হওয়ার কথা ছিল। বদলে যাওয়া সূচিতে এই ম্যাচটিকে ডে-নাইটꦺ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
৬. ধরমশালায় 😼১০ অক্টোবরের ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচটি প্রাথমিকভাবে🍸 ডে-নাইট হিসেবে চিহ্নিত ছিল। সময় বদলে সেটি খেলা কবে দিনের বেলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।