উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই ঘটে গেল বড় অঘটন। ছিটকে গেল মেয়েদের শীর্ষ বাছাই এবং বর্তꦗমান ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইগা শিয়নটেক। তাও আবার বিশ্বের ৩৫ নম্বর প্লেয়ার ইউলিয়া পুতিনসেভার কাছে। শনিবারের ম্যাচে প্রথম সেট দাপটের সঙ্♓গে জিতেও, হঠাৎ-ই ছন্দপতন। ৬-৩, ১-৬, ২-৬ গেমে হেরে যান শিয়নটেক। এদিকে প্রথম বার উইম্বলডনের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন পুতিনসেভা।
এর আগে শিয়নটেকের বিরুদ্🏅ধে চারটি ম্যাচ খেললেও, কখনও একটি সেটও জিততে পারেননি পুতিনসেভা। কিন্তু এবার পুরো উলটপুরাণ। উইম্বলডনে ন'বার খেলেও, দ্বিতীয় রাউন্ড উঠতে না পারা মেয়েটি ঘটিয়ে দিল বড় অঘটন। শুরুটা কিছুটা নড়বড় হলেও, দ্বিতীয় সেট থেকে পুরো অন্য মেজাজে পাওয়া যায় পুতিনসেভাকে। এঁটেই উঠতে পারেননি শিয়নটেক। ঘাসের কোর্টে দুরন্ত টেনিস খেলেন পুতিনসেভা। তবে শিয়নটেক কিন্তু শুধুমাত্র একবার উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে উঠেছে। সেটা গত বছর। এবার তিনি তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন।
এ দিন শিয়নটেক নিজের ছন্দেই খেলা শুরু করেছিলেন। প্রথম সেট দাপটের সঙ্গে তিনি জিতেও যান। ৩৫তম বাছাইয়ের উপর আধিপত্য বিস্তার করে দু'বার তাঁর সার্ভ ভেঙে শিয়নটেক ম্যাচটি শুরু করেন। কিন্তু ম্যাচটি যত এগোয়, তত খেলার রাশ নিজের হাতে নিতে থাকেন পুতিনসেভা। প্রথম সেট হারের পর আর কোনও ভুল করেননি তিনি। বাকিꦿ দু'টি সেটে নিখুঁত ছিলেন পুতিনসেভা। দ্বিতীয় সেটে মাত্র নিজের একটি সার্ভিস ধরে রাখতে পেরেছিলেন শিয়নটেক। বাকি পুরোটাই পুতিনসেভার দাপট দেখেছেন শীর্ষবাছাই তারকা। তিনটি ব্রেক পয়েন্টের একটিও কাজে লাগাতে পারেননি শিয়নটেক। তৃতীয় সেটের ক্ষেত্রে💃ও আলাদা কিছু ছিল না। পুতিনসেভা এই সেটেও দাপট দেখিয়ে জিতে নেন।
আরও পড়ুন: ১১৫ রান করতে গিয়ে ১০ নম্বর ব্যাটারের দিকে চেয়ে থাকতে হচ্ছে… 𝐆হতাশা 𒁃উগরালেন শুভমন
এই প্রথꦇম উইম্বলডনের প্রি-কোয়ার্টারে উঠলেন পুতিনসেভা। ২০২০ সালে ইউএস ওꦜপেনের কোয়ার্টার ফাইনালে ওঠার পর এটাই গ্র্যান্ড স্ল্যামে তাঁর সেরা ফল। সোমবার প্রি-কোয়ার্টার ফাইনালে জেলেনা অস্টাপেঙ্কোর বিরুদ্ধে খেলবেন পুতিনসেভা। অস্টাপেঙ্কো তৃতীয় রাউন্ডে ৬-১, ৬-৩-এ হারিয়েছেন বের্নার্দা পেরাকে।
মেয়েদের শীর্ষ বাছাই শিয়নটেক হারলেও পুরুষদের 🍌শীর্ষ বাছাই ইয়ানিক সিনার স্ট্রেট সেটে জিতে চতুর্থ রাউন্ডে উঠে গিয়েছেন। শ♕নিবার তিনি ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারান মিয়োমির কেচমানোভিচকে। চতুর্থ বাছাই আলেকজান্ডার জেরেভও উঠেছেন চতুর্থ রাউন্ডে। তিনি ৬-৪, ৬-৪, ৭-৬ হারিয়েছেন ক্যামেরন নরিকে। পঞ্চম বাছাই ড্যানিল মেদভেদেভ ৬-১, ৬-৩, ৪-৬, ৭-৬ হারিয়েছেন জাঁ লেনার্ড স্ট্রাফকে।
আরও পড়ুন: 2024🎃 T20I-তে প্𝐆রথম হার, ভারতের টানা ১২ ম্যাচ জয়ের ধারায় ফুলস্টপ লাগাল জিম্বাবোয়ে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।