নির্ধারিত হয়েছে ফ্র্যাঞ্চাইজি। স্থির হয়েছে দিনক্ষণ। এবার শুধু দল গড়ে নেওয়ার পালা। ১৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে বসছে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের নিলামের আসর। ছেলেদের মতো মেয়েদের আইপিএল নিলাম নিয়েও সরগরম🀅 আন্তর্জাতিক ক্রিকেটমহল।
𝐆নিলামে স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউরের মতো ভারতীয় তারকাদের পাশাপাশি ল্যানিং, হিলিদের 🍨মতো বিদেশি ক্রিকেটারদের নিয়েও যে রীতিমতো টানাটানি চলবে, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
বিসিসিআই নিলামের জন্য ফ🌠্র্যাঞ্চাইজিদের স্যালারি পার্স যেমন বেঁধে দিয়েছে, ঠিক তেমনই নির্দিষ্ট করে দিয়েছে ক্রিকেটারদের বেস প্রাইসও। ঘরোয়া ক্রিকেটারদের জন্য ১০ লক্ষ ও ২০ লক্ষ টাকার দু'টি ক্যাটাগরি নির্ধারিত হয়েছে। আন্তর্জা⭕তিক ক্রিকেট খেলা তারকাদের জন্য ৩০, ৪০ ও ৫০ লক্ষ টাকার ৩টি ক্যাটাগরি রয়েছে।
অর্থাৎ, নিলামে সব থেকে কম ১০ লক্ষ টাকা বেস প্রাইসের ক্রিকেটার থাকছেন এবং সব থেকে বেশি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ক্রিকেটাররা থাকবেন। সর্বোচ্চ ক্যাটাগরিতে র🌳য়েছেন মোট ২৪ জন ক্রিকেটার, যাঁদের মধ্যে ১০ জন হলেন ভারতীয়। বাকি ১৪ জন বিদেশি তারকা।
উল্লেখযোগ্য বি🀅ষয় হল, সর্বোচ্চ বেস প্রাইসের ভারতীয় ক্রিকেটারদের তালিকায় জায়গা পেয়েছেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা, শেফালি বর্মারা প্রত্যাশিতভা🍨বেই ৫০ লক্ষ টাকার ক্যাটাগরিতে রয়েছেন। এই তালিকায় রয়েছেন দীপ্তি শর্মা, জেমিমা রডরিগেজ, রেনুকা সিং ঠাকুরও।
সর্বোচ্চ বেস প্রাইসের বিদেশি ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার ক্রিকেটার🉐 রয়েছেন ৬ জন। ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন ৪ জন। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের ক্রিকেটার রয়েছেন ১ জন কর🀅ে।
৫০ লক্ষ টাকার বেস প্রাইসের তালিকায় রয়েছেন কারা:-
ভারত: হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা, দীপ্তি🔥 শর্মা, রেনুকা সিং ঠাকুর, জেমিমা রডরিগেজ, শেফালি বর্মা, পূজা বস্ত্রকার, রিচা ঘোষ, স্নেহ রানা, মেঘনা সিꦡং।
অস্ট্রেলিয়া: অ্যাশ🌞লেই গার্ডনার, এলিস পেরি, মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, জেস জো✃নাসেন, ডার্সি ব্রাউন।
ইংল্যান্ড: সোফি একলেস্টোন, ন্যাট সিভার,♋ ড্যানি ওয়াট, ক্যাথেরিন ব্রান্ট।
নিউজিল্যান্ড: সোফি ডিভাইন।
দক্ষিণ আফ্রিকা: সিনালো জাফতা।
ওয়েস্ট ইন্ডিজ: দিয়েন্দ্রা ডটিন।
জিম্বাবোয়ে: লরিন ফিরি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।