মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল)🌱 উদ্বোধনী মরশুমের জন্য আদানি গ্রুপের মালিকানাধীন 🌊গুজরাট জায়ান্টস সোমবার অস্ট্রেলিয়ার বেথ মুনিকে অধিনায়ক এবং ভারতের অলরাউন্ডার স্নেহ রানাকে সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে।
বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেথ মুনি। যিনি সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন। ফাইনালে তাঁর স্কোরই অজ𓆉িদের শিরোপা জেℱতাতে প্রধান ভূমিকা নিয়েছিল। এবং তাঁর দল অস্ট্রেলিয়া ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ২০২২ সালে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ এবং সেই বছরই বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতে।
বেথ মুনি, যিনি তিন বার মহিলা বিগ ব্যাশ লিগ জয়ী টিমের সদস্য ছিলেন। মহিলাদের টি-টোয়েন্টিতে কাধিক সেঞ্চুরি๊ করেছেন, এমন কয়েক জন ব্যাটসম্যানের তালিক꧋ায় বেথ মুনিও রয়েছেন। তাঁর নামের পাশে দু'টি সেঞ্চুরি এবং ১৭টি হাফ সেঞ্চুরি রয়েছে।
আরও পড়ুন: টেলরের বড় নজির ভাঙ𓂃লেন উইলিয়ামসন, টুইটারে মর্মস্পর্শী বার্তা প্রাক্তনীর
তিনি অস্ট্রেলিয়ান মহিলা দলের সবচেয়ে নির্ভরযোগ্য সদস্যদের একজন এবং এখনও পর্যন্ত তাঁর ক্যারিয়ারে ৮৩টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং ২,৩৫০ রা🅘ন করেছেন, যার মধ্যে ২০২৩ সালে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অপরাজিত ৭৪ রান রয়েছে।
গুজরাট ফ্র্যাঞ্চাইজির একটি মিডিয়া রিলিজে সদ্য ঘোষিত অধিনায়ক বেথ মুনি বলেছেন, ‘২০২৩ সꦏালে ঐতিহাসিক মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী༒ মরশুমে আদানি গুজরাট জায়ান্টদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।’
আরও পড়ুন: ভারতে রান না করতে পারলে সমালোচনা শুনত🔜েই হবে- রাহুলকে কড়া বার্তা সৌরভের
তিনি আরও যোগ করেছেন, ‘আমরা খুব তাড়াতাড়িই মাঠে নেমে পড়ার অপেক্ষায় রয়েছি। এবং মেয়েদের প্রিমিয়ার লিগের প্রথম মরশুমে আমরা বিনোদনমূলক এবং লড়াকু ক্রিকেট খেলে সকলকে আনন্দ দিতে চাই। এবং আশা করি, সেই লড়াই আমাদের ট্রফি জিততে সাহায্য করবে। আমার ডেপুটি হিসেবে স্নেহ রানাকে যুক্ত করাটা দারুণ বি𒉰ষয়। এবং মিতালি রাজ, রাচেল হেইনস এবং নুশিন আল ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚখাদিরের দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যুক্ত থাকাটা চমৎকার বিষয় হবে।’
অন্যদিকে, সহ-অধিনায়ক স্নেহ রানা বর্তমানে ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ এবং জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও। অফ-স্পিনার তাঁর দৃঢ়♍তার জন্য এবং গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার জন্য পরিচিত।
প্রধান কোচ রাচেল হেইনস আবার বলেছেন, ‘বেথ মুনিকে আমাদের অধিনায়ক এবং স্নেহ রানাকে আমাদের সহ-অধিনায়ক হিসেবে পাওয়াটা দারুণ ব্যাপার। দুই প্লেয়ারই খুব প্রতিষ্ঠিত এবং আমি আশা করি, দল তাদের সেরাটা দেবে। আমরা আমাদের নতুন ইনি𒉰ংস শুরু করার অপেক্ষায় রয়♎েছি।’ গুজরাট জায়ান্টস লিগের প্রথম দিনেই তাদের প্রথম ম্যাচ খেলবে। সেই ম্যাচে তারা মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।