উদ্বোধনী উইমেন্স💫 প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হয়ে বিরাট অঙ্কের পুরস্কার মূল্য ঘরে তুলল মুম্বই ইন্ডিয়ান্স। অল্পের জন্য ফাইনাল ম্যাচ হেরে দিল্লি ক্যাপিটালসের পুরস্কার মূল্য কমে দাঁড়ায় চ্যাম্পিয়ন দলের অর্ধেকে।
ডꦰব্লিউপিএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স পুরস্কার মূল্য হিসেবে ৬ কোটি টাকা ঘরে তোলে। রানার্স দল দিল্লি ক্যাপিটালস পায় ৩ কোটি টাকা। চ্যাম্পিয়ন দলের হাতে ওঠে ঝকঝকে ট্রফি। দিল্ল🌠িকে রানার্স শিল্ডেই সন্তুষ্ট থাকতে হয় এবারের মতো।
উদ্বোধনী মরশুমে সব থেকে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জেতেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন মেগ ল্যানিং। সব থেকে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপের দখল নেন মুম্বই ইন্ডিয়ান্সের অল-রাউন্ডার হেইলি ম্যাথিউজ। ক্যারিবিয়ান তারকা ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্সের মেলে ধরার সুবাদে টুর্না🐻মেন্টের সেরা (মোস্ট ভ্যালুয়েবল) ক্রিকেটারের পুরস্কারও পকেটে পোরেন।
আরও পড়ুন:- DC vs MI WPL 2﷽023 Final: ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা, রুদ্ধশ্বাস ফাইনালে দিল্লি♕কে হারিয়ে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স
ইউপি ওয়ারিয়র্জের দেবিকা বৈদ্যর অসাধারণ ক্যাচ ধরার সুবাদে টুর্নামেন্টেꩵর সেরা ক্যাচের পুরস্কার জেতেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জেতেন মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপার-ব্যাটার যস্তিকা ভাটিয়া।
উইমেন্স প্রিমিয়র লিগের পুরস্কার তালিকা:-
১. পাওয়ারফুল স্ট্রাইকার অফ দ্য ফাইনাল ম্যাচ: রাধা যাদব (১ লক্ষ টাকা ও স্মারক)।
২. ফাইনালের সেরা ক্রিকেটার: নℱ্যাট সিভার ব্রান্ট (২ লক্ষ ৫০ হাজার টাকা ও স্মারক)।
৩. সেরা উঠতি ক্রিকেটার: যস্তিকা ভাটিয়া (৫ লক্ষ টাকা ও স্মারক)।
৪. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস (স্মারক)।
৫. টুর্নামেন্টের সেরা ক্যাচ: হরমনপ্রীত কৌর (৫ লক্ষ টাকা ও স্মারক)।
৬. বেগুনি টুপি (সব থেকে বেশি উইকেট): হেইলি ম্য়াথিউজ (৫ লক্ষ টাকা ও স্মারক)।
আরও পড়ুন:- WPL 2023 Purple Cap: অল্পের জন্য় বেগুনি টুপি হাতছাড়া বাংলার সাইকার, শেষ ম্য়াচে বাজিমাত♚ ম্যাথিউজের- তালিকা
৭. অরেঞ্জ ক্যাপ (সব থেকে বেশি রান): মেগ ল্যানিং (৫ লক্ষ টাকা ও স্মারক)।
৮. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: হেইলি ম্যাথিউজ (৫ লক্ষ টাকা ও স্মারক)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।