শ😼ুভব্রত মুখার্জি:- ভারতীয় কুস্তির ইতিহাসে অন্যতম জনপ্রিয় কুস্তিগীর বজরং পুনিয়া। ভারতের হয়ে তিনি অলিম্পিক গেমসে পদকও জিতেছেন। বরাবর বেশ লড়াকু স্বভাবের চরিত্র এই বজরং পুনিয়া। গত বছর যখন গোটা দেশের মহিলা কুস্তিগীররা তৎকালীন কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষন শরণ শর্মার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে আন্দোলন করছিলেন। বজরং পুনিয়া সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। সেই তাঁর বিরুদ্ধে নাডা অর্থাৎ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির তরফে নিষেধাজ্ঞা জারি রয়েছে আগেই।
আরও পড়ুন… গৌতম গম্ভীরের পরিবর্তে KKR-এর মেন্টর হবেন রিকি পন্টিং? কী ইঙ্গি💦ত দিলেন প্রাক্তন অজি♈ অধিনায়ক?
নাডার সেই ঘোষণাকে চ্যালেঞ্জ করেই আদালতে এই বিষয়টির উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন রাখা হয় বজরংয়ের তরফে। তবে তাঁর জন্য খারাপ খবর তাঁর দাবি মেনে তাঁকে সাময়িক স♒্বস্তি দিল না দিল্লি হাই কোর্ট। তবে এর পাশে একটি বিষয়ে কড়া অবস্থান নিয়েছে কোর্ট। কোর্টের তরফে এই ইস্যু নিয়ে শীঘ্রই রিপোর্ট দাখিল করার বিষয়ে বলা হয়েছে নাডাকে।
আরও পড়ুন… AFG vs SA ODI: ফিরলেন রশিদ খান, নতুন মুখ আব্দুল মালিক! সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘো𝕴ষণা
প্রসঙ্গত ১০ অগস্ট অনুষ্ঠিত হয় কুস্তির সিলেকশন ট্রায়াল। সোনপথে হচ্ছিল টুর্নামেন্ট। নাডার তরফে একটি রুটিনমাফিক মূত্রের নমুনা পরীক্ষা করতে চাওয়া হয়েছিল বজরং পুনিয়ার কাছে। তিনি তা দিতে অস্বীকার করেন। এর পিছনে তিনি যুক্তি দিয়েছিলেন নমুনা সংগ্রহের কিট সবকটি মেয়াদ উত্তীর্ণ। এই কিটে পরীক্ষার ফলাফল💞 ঠিক আসবে না। আর সেই কারণেই তিনি তাঁর নমুনা দেননি বলে জানিয়েছেন। তবে নাডার দাবি ছিল গুরুত্বপূর্ণ এই কিটের একটিও মেয়াদ উত্তীর্ণ নয়। ফলে সঙ্গে সঙ্গে নꦰাডার তরফে বজরংয়ের বিরুদ্ধে জারি হয় নিষেধাজ্ঞা। এর বিরুদ্ধে কোর্টে আপিল করেন বজরং পুনিয়া। কোর্ট বিষয়টি শুনলেও তারা কোন পদক্ষেপ এক্ষুনি করতে রাজি নয়। নাডাকে সেই কারণেই চূড়ান্ত রিপোর্ট যত দ্রুত সম্ভব দিতে নির্দেশ দিয়েছে কোর্ট।
আরও পড়ুন… Border Gavaskar Troඣphy: ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছেন তিনি- কাকে নিয়ে এমন বললেন রিকি পন্টিং?
বজরং পুনিয়ার উক♏িল জানিয়েছেন কোর্টকে জানানো হয়েছে যে বিষয়টি নিয়ে একটি 🍎ডিসিপ্লিনারি কমিটি গঠন হয়েছে। খুব দ্রুত বিষয়টি নিয়ে শুনানি হবে। সিনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ শুরু হবে কয়েকদিনের মধ্যে। তাই আবেদন জানানো হয় এই টুর্নামেন্টে খেলতে ইচ্ছুক বজরং পুনিয়া। আশা করা হচ্ছে এই নিষেধাজ্ঞা খুব শীঘ্রই উঠে যাবে। বজরং পুনিয়ার উকিল বিদুসস্পাত সিংহানিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তাদের তরফে নাডার ভূমিকা নিয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।