চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় সেমিফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টে সবথেকে বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিꦿকায় সকলকে ছাপিয়ে গিয়েছেন যুবরাজ সিং। ৫টি ইনিংয়ে তিনি মেরেছেন মোট ১৩টি ছয়। টুর্নামেন্টের একটি ইনংসে সবথেক বেশি ৬টি ছক্কা হাঁকানোর রেকর্ডও তাঁর দখলে রয়েছে।
যদিও সবথেকে বেশি রান সংগ্রহ ও সর্বাধিক উইকেট দখলের নিরিখে বাকিদের টেক্কা দিচ্ছেন তিলকরত্নে দিলশান। তিনিই ☂এখনও পর্যন্ত দুই বিভাগেই এক নম্বরে রয়েছেন। দেখে নেওয়া যাক চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান (দ্বিতীয় সেমিফাইনালের আগে পর্যন্ত)।
সবথেকে বেশি রান: তিলকরত্নে𒊎 দিলশান (৬ ইনিংসে ২৩২), বীরেন্দ্র সেহওয়াগ (৬ ইনিংসে ২০৪), সচিন তেন্ডুলকর (৬ ইনিংসে ২০৩)।
সবথেকে বেশি উইকেট: তিলকরত্নে দিলশান (৬ ইনিংসে ১২টি), মন্টি পানেসর (৫ ইনিংসে 💎৮টি), মু꧃নাফ প্যাটেল (৬ ইনিংসে ৮টি)।
সবথেকে বেশি ছক্কা: যুবরাজ সিং (৫ ইনিংসে ১৩টি), 𝓀কেভিন পিটারসেন꧑ (৫ ইনিংসে ৯টি), ইরফান পাঠান (২ ইনিংসে ৮টি)।
সবথেক বেশি চার: তিলকরত্নে দিলশান (৬ ই🔯নিংসে ৪০টি), সচিন তেন্ডুলকর (৬ ইনিংসে ২৯টি), বীরে🦋ন্দ্রে সেহওয়াগ (৬ ইনিংসে ২৮টি)।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: উপুল থরঙ্গা (অপরাজিত ৯৯), ন্যাথন রিয়ারডন (৯🐻৬), অ্যান্ড্রু পুটিক (অপরাজিত ৮২)।
সেরা বোলিং: তিলকরত্নে দিলশান (৬ রানে ৪ উইকেট), মুন💙াফ প্যাটেল (১৯ রানে ৪ উইকেট), মন্টি পানেসর (২৬ রানে ৪ উইকেট)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।