আজকাল, চোরের চেয়েও বেশি, সাধারণ মানুষ সাইবার জালিয়াতিকে ভয় পান। ভয় পান যে যেকোনও মুহূর্তে এই প্রতারকদের শিকার হতে পারেন তাঁরা। এমনিতেও বর্তমানে সারা দেশে সাইবার জালিয়াতির ঘটনা দ্রুত বেড়েই চলেছে। গত পাঁচ বছরে সাইবার জালিয়াতির মামলার গ্রাফ দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে।সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তথ্য অনুযায়ী, চলতি বছরেরই প্রথম কয়েক মাসেই লক্ষ লক্ষেরও বেশি মানুষ সাইবার প্রতারণার শিকার হয়েছেন। তাঁরা এত টাকা 🌠খুইয়েছেন, যে কল্পনার বাইরে।
২০২৫ সালের অর্ধেক মাসও পেরিয়ে যায়নি, এরই মধ্যে মাত্🔴র প্রথম চার মাসে দেশে ৭ লক্ষেরও বেশি মানুষ সাইবার জালিয়াতির ফাঁদে পড়েছেন। একটু অজ্ঞাত ভাবে পদক্ষেপ করেই মাত্র চার মাসে হাজার হাজার কোটি কোটি টাকা বেরিয়ে গিয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের🐻 উদ্ধৃতি দিয়ে ইটি রিপোর্টে এমনটাই বলা হয়েছে।
- ঠগরা ১৭০০ কোটি টাকারও বেশি প্রতারণা করেছে
সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, ২০২৪ সালের প্রথম চার মাসে ভারতীয়দের ১,৭৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যার জন্য জালিয়াতির অভিযোগ করেছেন ৭ ল🌺ক্ষ ৪০ হাজারেরও বেশি মানুষ। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতিদিন সাত হাজার অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে ৮৫ শতাংশ অভিযোগই এসেছে অনলাইন প্রতারণার বিরুদ্ধে এবং এই মামলাগুলির প্রবণতা বিগত বছরের তুলনায় অনেক অনেক বেশি।
এছাড়াও হিসাব করে দেখা যাচ্ছে, চলতি বছরে সাইবার প্রতারকরা শুধুমাত্র ট্রেডিং কেলেঙ্কারির মাধ্যমে ১৪২০ কোটি টাকার জালিয়াতি করেছে। প্রথম চার মাসে এই কেলেঙ্কারির বিষয়ে ২০ হাজারের বেশি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে ৪৫৯৯টি ডিজিটাল গ্রেফতারের ঘটনাও ঘ🐬টেছে, যেখানে জনগণের ১২০ কোটি টাকা প্রতারণা করা হয়েছে।
- ধাপে ধাপে গতি পেয়েছে সাইবার জালিয়াতির ঘটনা
দেশে সাইবার জালিয়াতির ঘটনা প্রতি বছরই ধাপে ধাপে বাড়ছে। পরিসংখ্যানের দিকে🥂 তাকা♎লে দেখা যায়,
১) ২০১৯ সালে মাত্র ২৬,০৪꧃৯টি সাইবার অপরাধের ঘটনা ঘটেছে।
২) ২০২𒈔০ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২ লক্ষ ৫৭ হাজার ৭৭৭।
৩) ২০২১ সালে তা ৪ লক্ষ ৫২ হাজার ৪১৪ হয়ে গিয়েছিল।
৪) ২০২২ সালে ৯ লক্ষ ৬৬ হাজার ৭৯০ এ পৌঁছেছিল।
৫) ২০২৩ সাল൩ে অর্থাৎ গত বছর দেশে সাইবার জালিয়াতি꧅র সংখ্যা ছিল ১৫ লক্ষ ৫৬ হাজার ২১৮টি।
৬) আর এজ বছরে তো ম𒈔াত্র ৪ মাসেই তা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৪০ হাজারেরও🐽 বেশি।
- কীভাবে ফাঁদে পড়ছেন মানুষ
মূলত, সাইবার জালিয়াতির ঘটনা বৃদ্ধির দু'টি কারণ হল, সাইবার ঠগরা প্রতিদিন নতুন নতুন ভাবে প্রতারণা করছে এবং দ্বিতীয়ত, দেশে এখনও অনেক মানুষ আছেন যাঁরা সাইবার জালিয়াতি🐭 এড়ানোর উপায় সম্পর্কে উদাসীন। প্রতারকদের দেখানো লোভে পড়ে প্রতারণার 🐷শিকার হচ্ছেন তাঁরা।