বিভিন্ন চাহিদার গ্রাহকের জন্য নান🐟া ধরণের রিচার্জ প্ল্যান রয়েছে Reliance Jio-র। ক⛄িছু নির্দিষ্ট প্ল্যান অন্যান্যগুলির থেকে বেশি জনপ্রিয়। কিন্তু বেশ কিছু সাশ্রয়ী প্যাক রয়েছে Jio-র ভান্ডারে, যেগুলির ব্যাপারে সবাই জানেন না। তাছাড়া রিচার্জের সময়ে বিভিন্ন অফার দেখে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক।
এই রিপোর্টে আমরꦕা রিলায়েন্স জিও-র ২টি প্রিপেড প্ল্যানের বিষয়ে আলোচনা করব। একটি ৪৪৪ টাকার। অন্যটি ৫৯৮ টাকার।
দ🥃ুটি প্যাকের 🐷মধ্যে টাকার অঙ্কের পার্থক্য ১৫৪ টাকার। কিন্তু ভ্যালিডিটি ও দৈনিক ডেটা একই। তাহলে দুটোর মধ্যে ১৫৪ টাকার পার্থক্য কেন?
জেনে নেওয়া যাক দুটি প্যাকের বিষয়ে :
Reliance Jio 444 Rupees Prepaid Plan
রিলায়েন্স ♚জিও-র এই অফারে ৪৪৪ টাকার রিচা꧂র্জে পাবেন দৈনিক ২ জিবি ডেটা। ভ্যালিডিটি ৫৬ দিনের। অর্থাত্ ব্যবহারকারী মোট ১১২ জিবি ডেটা পাবেন।
সেই সঙ্গে পাবেন আনলিমিটেড কল ও দিনে ১০০টা করে এসএমএস। ܫতাছাড়া জিওটিভি, জিও সিনেমা ইত্যাদি অ্যাপের সাবস্ক্রিপশান পাবেন। তবে, এগুলি বাদে অন্য কোনও সুবিধা পাবেন না।
এই প্যাকটি Jio ব্যবহারক🥃ারীদের মধ🌞্যে বেশ জনপ্রিয়ও বটে।
Reliance Jio 598 Rupees Prepaid Plan
অন্যদিকে এই প্যাকের ভ্যালিডিটিও ৫৬ দিনের। দৈনিক ২💖 জি✱বি ডেটা। সঙ্গে পাবেন আনলিমিটেড কল ও দিনে ১০০টা করে এসএমএস। তাছাড়া জিও-র বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশান পাবেন।
সবকিছুই তো এক মনে হচ্ছে। তাহলে ৪৪৪ টাকার প্যাকের সঙ্গে এর পার্থক্য কোথায়?
>>> এই প্যাকে পাবেন Disney+Hotstar-এর ১ বছরের সাবস্ক্রিপশান। তাই সিনেমা-টিভি সিরিজ দে𒐪খতে চাইলে এটা একটা ভাল অপশন। রিচার্জের 🎉সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন OTT-র সুবিধাও। সেক্ষেত্রে এটি যে বেশ সাশ্রয়ী তা বলাই যায়।