ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সে🧸ল চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে একই সঙ্গে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালের সেল শুরু হয়েছে। ফলে কার অফার বেশি ভালো, তার তুলনা করছেন ক্রেতারা।
দুটি সাইটেই স্মার্টফোনের দামে ছাড় দ♚েওয়া হচ্🅠ছে। এক নজরে দেখে নিন অ্যামাজন ও ফ্লিপকার্টের সেলের সেরা কিছু অফার্স।
আইফোন
Flipkart Big Billion Days সেলে Apple iPhone 12 (64GB) পাওয়া যাচ্ছে ৫২,৯৯৯ টাকায়। এটি এমআরপি-র থেকে প্রায় ১৩ হাজার টাকা কম। ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ৫৭,৯৯৯ টাকা। আইফোন 12 এর ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ৬৬🐈,৯৯৯ টাকা করা হয়েছে। এমআরপি ৮০,৯৯৯ টাকা।
Amazon-এ আইফোন 11 এর ৬৪ জিবি সংস্করণটি ৩৮,৯৯৯ টাকায় পাবেন। এমআরপি ৪৯,৯৯৯ টাকা। নো-কস্ট ইএমআই শুরু মাত𝐆্র ১,ꦚ৮৩৬ টাকা থেকে। এক্সচেঞ্জ অফারে ১৫ হাজার টাকা পর্যন্ত আরও ছাড় পেতে পারেন।
Samsung Galaxy M 12
সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের ক্ষেত্রে Samsung Galaxy M 12-এর ৬৪ জিবি অ্য🧜ামাজনে ৯,৪৯৯ টাকায় পাবেন। এমআরপি ১৩ হাজার টাকার কাছাকাছি।
Mi 11x 5G
আমাজেনে মাত্র ২৬,৯৯৯ টাকায় Mi 11x 5G কিনতে পারবেন।༒ এম💮নিতে এর দাম ছিল ৩৩,২৯৯ টাকা।
Pixel 4a
গুগলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন পিক্সেল 4a-এর♈ ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ফ্লিপকার্টে ২৫,৯৯৯ টাকা। মোবাইলটির এমআরপি ৩১,০০০ টাকা। এছাড়াও ICICI ব্যাঙ্কের ক্রেডিট, ডেবিট কার্ডে 10% ছাড়ের অফার রয়েছে(১,২৫০ টাকা পর্যন্ত)।
Realme GT Master edition
Realme GT মাস্টার এডিশনের দাম ২৯,৯৯৯ টাকা। বিগ বিলিয়ন ডেজ-এ ফ্লিপকার্টে ২৭,৯৯৯ টাকায় কেনা যাবে🔴।
Samsung Galaxy S20FE 5G
স্যামসাং গ্যালাক্সি S20FE 5G-তে পাবেন একটি প্রো-গ🃏্রেড ক্যামেরা, স্ন্যাপড্রাগন 865 প্রসেসর এবং ১২০ Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে। এমআরপি ৭০,৪৯৯ টাকা। অ্যামাজন, এটি ৩৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।