নতুন পালসার আসছে। অধীর আগ্রহে অপেক্ষা 💎করছিলেন মোটরবাইক-প্রেমীরা। বৃহস্পতিবার মেগা ইভেন্টে নতুন দুটি মডেলের পালসার লঞ্চ করল বাজাজ। একটি N250 এবং অপরটি F250।
ডিজাইন :
নয়া ডিজাইন নিয়ে যেন কিছুটা আশাহতই হলেন 'পালসারম্যানিয়াকরা'। ইউটিউবের লাইভ ইভেন্টের কমেন্ট সেকশন থেকেই তা স্পষ্ট। অনেকেই F250-র তুলনা করলেন বাজাজ Discover 1♕35-এর সঙ্গে। অনেকে আবার N250-র হেডলাইট ডিজাইনের সঙ্গে Yamaha MT15🤡 ও বাজাজ ডমিনারের অনেক মিল পেলেন।তবে N250-র ডিজাইনটি তুলনামূলকভাবে অনেক বেশি আধুনিক। বর্তমান নেকড স্ট্রিট ফাইটার বাইকের ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি এই সেগমেন্টের ক্রেতাদের আকর্ষণ করে কিনা, তা সময়ই বলবে।
নতুন পালসারগুলি একটি নতুন ইঞ্জিন এবং নয়া ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে৷ ꦚবাজাজ জানিয়েছে, এখনও পর্যন্ত এটিই 'বিগেস্ট পালসার।' কারণ এতে এখনও পর্যন্ত কোনও পালসারে ব্যবহৃত সর্🔥ববৃহত্ ইঞ্জিন রয়েছে। এর আগে সর্বোচ্চ ২২০ সিসির পালসার ছিল বাজারে।
পালসার লাইন-আপ লঞ্চের🅘 ২০ বছর পূর্তি উপলক্ষে নতুন বাইক দু꧃টি লঞ্চ করা হয়েছে।
ইঞ্জিন :
বাইক♓টিতে একটি ফোর-স্ট্রোক অয়েল-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন রয়েছে। এতে ২৪.৫ PS পাওয়ার এবং ২১.৫ Nౠm টর্কের আউটপুট মিলবে। থাকছে ৫-স্পিড ট্রান্সমিশন ইউনিট।
ডিজাইন :
বাইকটিতে এলইডি প্রজেক্টর ইউনিপড হেডল্যাম্প ইউনিট রয়েছে। থাকছে রিভার্স-বুমেরাং এলইডি ডিআরএল। এই সেগমেন্টের আশানুরূপ স📖্প্লিট সিট রয়েছে। একজস্ট মাফলার🌺 একটি ডাবল-ব্যারেল ইউনিটের, যা দৃশ্যতই Dominar 400 এবং 250 থেকে অনুপ্রাণিত।
ব্রেকিং :
থাকছে 300mm ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং 230mm রেয়ার ডিস্ক ব্রেক। শুধুমাত্র সিঙ্গে෴ল চ্যানেল ABS থাকছে। সামনের চাকায় থাকছে টেলিস্কোপিক শক (৩৭ মিমি)। রিয়ার হুইলে পালসারের আইকনিক নাইট্রোক্স মনোশক।
কনসোল :
বেজেল-লেস ডিসপ্লে রয়েছে। ক্লাসিক, অ্যানালগ লুক দেওয়ার জন্য একটি ডিজিটা💜ল ট্যাকোমিটারও রয়েছে। তবে এই দামেও
ব্লুটুথ ক😼ানেক্টিভিটি নেই। ট𒊎্যাঙ্ক ফ্ল্যাপের কাছে একটি USB চার্জিং পোর্ট রয়েছে।
Pulsar N250-র দাম :
নতুন Pulsar N250-র দা🌃ম ১ লক্ষ ৩৮ হাজার টাকা (এক্স-শোরুম দিল্লি)।
Pulsar F250-র দাম :
নতুন Pulsar F250-র দাম ১ লক♛্ষ ৪০ হাজার টাকা (এক্স-শো🦄রুম দিল্লি)।
N250 শুধুমাত্র একটি একটিই টেকনো গ্রে রঙে পাওয়া যাবে। অন্যদিকে Pulsar F250-এജ রেসিং রেড এবং টেকনো গ্রে রঙের অপশন থাকবে।
এই সেগমেন্টে অন্য অপশন :
এই সেগমেন্টে Yamaha FZ♔25, Suzuki Gixxer 💝250 এবং Bajaj-এরই Dominar 250-র অপশন রয়েছে।