শুরু হল Battlegrounds Mobile India-র ডাউনলোড। প্রি-রেজিস্ট্রেশন করা বেটা টেস্টাররা আপাতত গেমটি ডাউনলোড করতে পারবেন।PUBG-র থেকে কতটা আলাদা হবে Battlegrounds Mobile India? শীঘ্রই জানা যাবে।তবে ওয়াকিবহাল মহল সূত্রে খবর, পাবজি-র থেকে খুব বেশি পার্থক্য নেই।PUBG-র নির্মাতারাই এই গেমের নির্মাতা :Battlegrounds Mobile India বানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থা Krafton । এই ক্র্যাফটন-ই জনপ্রিয় গেম PUBG-র নির্মাতা। লঞ্চের আগেই উঠেছে ব্যানের দাবি :ভারতীয় ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষার প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় এই গেমের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।ব্যবহারকারীর তথ্য চুরি করে থার্ড পার্টিকে দেওয়ার অভিযোগে গত বছর প্রায় ২০০টি অ্যাপ ব্যান করে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে ছিল দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্রাফটনের বিশ্বব্যাপী জনপ্রিয় গেম PUBG-ও।PUBG-র ডেভেলপাররাই এই গেমটি ডেভেলপ করেছে, তাই এটিকেও ব্যান করা উচিত্, দাবি করছেন অনেকেই।প্রতিবাদীদের উদ্দেশে কেন্দ্রের বক্তব্যকোনও গেম লঞ্চ হওয়ার আগেই তা ব্যান করা সম্ভব নয়। ব্যানের দাবি করা গোষ্ঠীর উদ্দেশে এমনই বার্তা দিয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।কেমন হবে নতুন গেম?সূত্রের খবর, নতুন গেমটি PUBG-র মতোই। অর্থাত্ অনলাইন, মাল্টিপ্লেয়ার। নতুন গেমের মাধ্যমেই PUBG প্রেমীদের আবার ফিরে পেতে মরিয়া সংস্থা।শুধু তাই নয়, আগের মতোই আবার একটা ই-স্পোর্টসের পরিবেশ ফিরে পেতে চাইছে সংস্থা। অর্থাত্ শুধুমাত্র ভারতীয়দের জন্য টুর্নামেন্ট, লিগ-এর ব্যাটেল রাখা হবে নতুন ফরম্যাটের উপর ভিত্তি করে।শুধুমাত্র ভারতীয় গেমাররাই এই গেমটা খেলতে পারবেন।ডেটার সুরক্ষায় অগ্রাধিকারব্যবহারকারীর তথ্য চুরি করে থার্ড পার্টিকে দেওয়ার অভিযোগে গত বছর প্রায় ২০০টি অ্যাপ ব্যান করে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে ছিল PUBG-ও।যদিও এবার সে বিষয়ে অনেকটাই সতর্ক সংস্থা। Krafton-এর আশ্বাস, 'আমাদের কাছে এখন প্রাইভেসি আর ডেটা অগ্রাধিকার। আমরা যাতে ডেটার সুরক্ষা সুনিশ্চিত করা যায়, সেদিকেই মনোনিবেশ করছি।'