করোনা🐎 পরিস্থিতিতে বেড়েছে ইন্টারনেটের চাহিদা। ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ওটিটি দেখার জন্য অনেকেই সাশ্রয়ী ব্রডব্যান্ড প্ল্যান খুঁজছেন।
এই প্রতিবেদনে Jio, Airtel ও BSNL-এর এই ধরনের ব্রডব্যান্ড প্ল্যানের কথা জানতে পারবেন। সবকটারই দাম ৫০০ টাকার কম।র♍ইল সম্পূর্ণ বিবরণ:
১. Jio-র সবচেয়ে সস্তার প্ল্যান
Jio-র সবচেয়ে সস্তার প্ল্যানে ৩০ Mbps ইন্টারনেট স্পিড🍒 পাবেন। JioFiber-এর এই প্ল্যানে মাসে খরচ ৩৯৯ টাকা। এই প্ল্যানের FUP সীমা হল ৩,৩০০ Gb বা ৩.৩TB৷
তবে এই প্ল্যানে কোনও OTT অন্তর্ভুক্ত নেই। যাঁরা কাজ ও ক্লাসের জন্য সাশ্রয়ী মূল্যের প্ল্যা꧙ন খুঁজছেন তাঁদের জন্য এটি সেরা।
২. Airtel-এর সবচেয়ে সস্তার প্ল্যান
এয়ারটেলের Xstream Fiber-এর 'বেসিক' প্যাকের দাম প্রতি মাসে ৪৯৯ টাকা । এতে ৪০ Mbps ইন্টারনেট স্প▨িড পাবেন। ব্যবহারকারীরা এই প্ল্যানে মোট ৩.৩TB বা ৩,৩০০ Gb মাসিক FUP ডেটা পাবেন।
৩. BSNL এর সবচেয়ে সস্তার প্ল্যান
BSNL-এ♎র ভারত ফাইবার ব্রডব্যান্ডের বেশ কিছু সাশ্রয়ী মূল্যের প্ল্যান আছে। সবচেয়ে সস্তা হল 'ফাইবার বেসিক' প্ল্যান। দাম ৪৪৯ টাকা (জ🌸িএসটি বাদে)। এতে ৩০ এমবিপিএস ইন্টারনেট স্পিড পাবেন। ৩.৩TB বা ৩,৩০০ Gb মাসিক FUP ডেটা পাবেন।