সর্বশক্তি𓂃 দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। চলতি বছর গ্রাহক বৃদ্ধির জন্য বিভিন্ন প্রয়াস করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। আর তারই অংশ হিসেবে দেওয়া হচ্ছে বিনামূল্যে 4G সিম।
তবে এতদিন এই অফারের মেয়াদ চলতি ৩০ সেপ্টেম্বর থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমায় বদল ক⭕রল বিএসএনএল। সংস্থা জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার বহাল থাক✤বে।
এর আগে এই বিনামূল্যে 4G সিমের অফারের মেয়াদ ৩০ জুন পর্যন্ত ছিল। তারপর তা বাড়িয়🦩ে ৩০ সেপ্টেম্বর করা হয়। তারপর তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
কারা এই অফার পাবেন?
নতুন ꦏগ্রাহকরা এই অফার ꦰপাবেন। মোবাইল নম্বর পোর্ট করা ব্যবহারকারীরাও পাবেন।
তবে রয়েছে একটি শর্ত
নতুন গ্রাহক হোন বা পুরনো, এই 4G সিম 🐈কার্ড পেতে প্রথমে আপনাকে BSNL-এর নম্বরে ১০০ টাকার রিচার্জ (FRC) করতে হবে। BSNL এমনিতে 4G সিমের জন্য ২০ টাকা নেয়। ব্যবহারকারীর বিশ্বাস অর্জন, আয় বৃদ্ধি এবং মাসিক সিম বিক্রির লক্ষ্য পূরণের জন্য অফারের মেয়াদ বৃদ্ধি করল সংস্থা।