মুদ্রাস্ফীতির বাজারে পেট্রোলে গা🌠ড়ি চালানো বেশ ব্যয়বহুল ব্যাপার। পেট্রোলের দাম সারা দেশেই ১০৫-১১৫ টাকা। এমন পরিস্থিতিতে অনেকেই আগের তুলনায় আরও বেশি করে মাইলেজ নিয়ে ভাবছেন। লোকে এমন গাড়ি চাইছেন, যার মাইলেজ যেমন দুর্দান্ত, তেমনি দামও সেগমেন্টের অন্যান্য গাড়ির তুলনায় কম।
স্বাভাবিকভাবেই চাহিদা ভালই মারুতি এরটিগা সিএনজির। সঠি💖ক অফার কাজে লাগালে ৭০ হাজার টাকার ডাউন পেমেন্ট দিয়েই গাড়িটি কিনতে পারবেন। সেক্ষেত্রে ౠআপনাকে প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে? জেনে নিন এক নজরে।
দাম
Maruti Ertiga VXI CNG-র দাম ১০.৪৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যদি ৭ꦬ০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কেনেন, সেক্ষেত্রে ৮% সুদ অনুযায়ী, ৫ বছর ধরে প্রতি মাসে আপনার EMI ২১,৯৩৫ টাকা করে পড়বে। ৫ বছরে এর জন্য আপনাকে ২,৩৪,৩০০ টাকꦰা বেশি দিতে হবে।
Maruti Ertiga VXI CNG কেনার সময়ে লোন, ডাউন পেমেন্ট এবং সুদের হার আপনার ব্যাঙ𝓰্কিং এবং CIBIL স্কোরের উপর নির্ভর করবে।
ইঞ্জিন
Maru💃ti Suzuki এই গাড়িতে 1.5-লিটার পেট্রল ইঞ্জিন ব্যবহার করেছে। এর CNG ভেরিয়েন্টটি 92PS পাওয়ার এবং 122Nm টর্ক জেনারেট করে। এই CNG ভেরিয়েন্ট শুধুমাত্র একটি VXI মডেলে পাওয়া যায়।
ফিচার্স
গাড়িতে আছে একটি ৭-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, এলইডি টেইল ল্যাম্প, ফগ ল্যাম্প, প্রজেক্টর হেডল্যাম্প, ভেন্টিলেটেড ফ্রন্ট কাপ হোল্ডার, অটো ক্লাইমেট কন্ট্রোল, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD), পিছনের সিটের ✤জন্য এসি ভেন্টের মতো আপমার্কেট ফিচার্স। সেই সঙ্গে রয়েছে রিভার্স পার্কিং সেন্সরের মত ফিচার্সও। গাড়িতে ৬০ লিটার ক্ষমতার সিএনজি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।