🐷 হোয়্যাটসঅ্যাপের নয়া ফিচার ‘হোয়্য়াটসঅ্যাপ চ্যানেল’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেই চ্যানেলে যেমন যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনই যুক্ত আছেন ভারতের তাবড়-তাবড় সেলিব্রিটিরা। এবার ‘হোয়্য়াটসঅ্যাপ চ্যানেল’-এ চলে এল ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-ও (pbv88casino.cc)। হোয়্যাটসঅ্যাপে গিয়ে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ চ্যানেল ফলো করলে সকলে🅠র আগে দেশ-বিদেশের টাটকা খবর; বাছাই করা খেলাধুলো, বিনোদনের খবর পাবেন। ঠিক আপনার যেমন পছন্দ, সেরকমই খবর পাবেন নিজের হোয়্যাটসঅ্যাপ চ্যানেলে। তাই সমস্ত খবরের আপডেট পেতে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকতে জয়েন করুন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
কীভাবে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র হোয়্যাটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে পারেন?
'হিন্দুস্তান টাইমস বাংলা'-র হোয়্যাটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সকলের আগে দেখে নিন যে🌳 আপনার স্মার্টফোনে হোয়্যাটসঅ্যাপের লেটেস্ট ভার্সন আছে কিনা। যদি আপনার ফোনে হোয়্য়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন না থাকে, তাহলে গুগল প্লে-স্টোরে যান। সেখানে গিয়ে হোয়্যাটসঅ্যাপ সার্চ করুন। সেখানে 'Update' অপশনে ক্লিক করুন।
তারপর এই লিঙ্কে ক্লিক করুন- । ওই লিঙ্কে ক্লিক করলেই 'হিন্দুস্তান টাইমস বাংলা'-র হোয়্যাটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। অথবা QR কোড স্ক্যান করেও এখন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র হোয়্যাটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারবেন। তারপর থেকে নিজের হোয়্যাটসঅ্যাপেই পেয়ে যাবেন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র বাছাই করা ಞসব খবর।
নিজের ফোন থেকে হোয়্যাটসঅ্যাপ খুলে ‘Update’-এ যান। সেখানে প্রথমে ‘Status’ দেখতে পাবেন। সেখানে আপনার ফোনে যাঁদের যাঁদের নম্বর আছে, তাঁদের দেওয়া ‘Status’ দেখতে পাবেন। আর সেটার ঠিক নীচেই আছে ‘Channels’। আপনি যে যে চ্যানেলকে ফলো করেছেন, সেই চ্যানেল𒀰গুলির নাম ওখানে দেখাবে। আর আপনি তো ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে ফলো করছেনই। তাই ওখানে HT Bangla-র চ্যানেলেও দেখাবে।
এমনিতে ডিফল্ট হিসেবে হোয়্যাটসঅ্যাপ চ্যানেলের নোটিফিকেশন মিউট থাকে। অর্থাৎ আলাদা করে নোটিফিকেশন দেখাবে না। কিন্তু চ্যানেলে গিয়ে দেখলে যাবতীয় আপডেট দেখতে পাবেন। আর HT Bangla-র বাছাই করা খবরও দেখতে পাবেন। তাই দেরি না ক🌟রে চটপট দেখে HT Bangla-র হোয়্যাটসঅ্যাপ চ্যানেল ফলো করে ফেলুন।
এশিয়ান গেমসের যাবতীয় খবর জানতে চান - টাটকা আপডেট, ভারত কতগুলি পদক জিতল, তা জানতে ক্লিক করুন -- এখানে।
(ক্রিকেট থেকে ফুটবল, রাজনীতি থেকে 🥂দেশ-বিদেশ💙ের টাটকা খবর, বিনোদন থেকে লাইফস্টাইল- যাবতীয় খবরের জন্য চোখ রাখুন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য়।)