ডিজিটাল ওয়ালেটে যে কোনও সময় এবং স্থানে তাৎক্ষণিক অর্থ প্রদান করা যায়। ফলে বেশি নগদ বহন করার টেনশন এখন অনেকটাই কম। কিন্তু প্রযুক্তির যতটা সুবিধা আছে, বিপজ্জনক দিকও আছে। কখনও ভেবেছেন, আপনার মোবাইল চুরি হলে কী হবে? ফোনে ডিজিটাল ওয়ালেট অ্যাপটা তো বন্ধ 🔯করতে হবে!
আপনার ফোন যদি ভুল হাতে যায়, তাহলে🥂 কিন্তু মহাবিপদ হতে পারে। যদিও অ্যাপগুলিতে একটা পাসকোড বা স্ক্রিন লক থাকে। কিন্তু পাকা হ্যাক🐬াররা চাইলে এই বাধাও অতিক্রম করতে পারে।
ফোন হারালে ওয়ালেটের অ্যাক্সেস আটকানোর কিছু উপায় রয়েছে। অ🍌্যান্ড্রয়েড ফোন থেকে দূরে বসেই আ♓পনার ডিজিটাল অ্যাকাউন্ট মুছে ফেলতে বা ব্লক করতে পারবেন।
আরও পড়ুন : Viral: ভাঁজ করে দেশলাই বাক্সে ভরা যাবে শাড়ি! বাজিমাত শিল্পীর
হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোনের GPay অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করবেন?
কাস্টমার কেয়ারের সাহায্য নিতে পারেন।
১. ফোনে 18004190157 ডায়াল করুন।
২. তারপর 'other issues' অপশনটি বেছে নিন।
৩. এর পরে একজন কাস্টমার কেয়ার এজেন্ট/বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে পারবেন।✤ তিনিই আপনাকে Google অ্যাকাউন্ট ব্লক করার বিষয়ে গাইড করবেন। রেজিস্টার্ড Google অ্যাকাউন্টের মোবাইল নম্বর যাচাই করতে বলবেন।
আরও পড়ুন : এয়ারটেল ফ্যামিলি প্যাক: এক প্ল্যানেই গোটা পরিবারের আনলিমিটেড কল ও ডেটা