পোস্টপেইড সাবস্ক্রিপশন প্ল্যানের অপশন প্রসারিত করল Jio Fi🦂ber। ছয়টি নতুন 'Entertainme🎐nt Plans' আনল রিলায়েন্স জিও। এই প্ল্যানের সবচেয়ে ভাল দিকটি হল, 'জিরো এন্ট্রি কস্ট'।
২২ এপ্রিল থেকে এই প্ল্যানগুলি কার্যকর হয়েছে। প্রতিটি প্ল্যܫানই আনলিমিটেড।
ফলে বর্তমানে এন্ট্রি লেভেল ইন্টারনেট প্ল্যানের মধ্যে Jio-র এই প্ল্যানটি অন্যতম সেরা হতে চলেছে। মাসে ৩৯৯ টাকা খরচ করলেই মিলবে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা। অনলাইন পড়াশোনা, কাজ থেকে বিনোদন, সবই হয়ে যাবে। আরও পড🐷়ুন : 'বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে', এরকম মেসেজ পেয়েছেন? ভুলেও এই কাজট🦩া করবেন না
তা🐷ছাড়া এই প্ল্যানে এমনিতেই কোনও ইনস্টলেশন চার্জ নেওয়া হচ্ছে না। ফলে সেই টাকায় একটি ওয়াইফাই রাউটার লাগিয়ে নেওয়া যেতে পারে। ফলে একাধিক ডিভাইসেরই কাজ সারা যাব♊ে।
৩৯৯ টাকার প্ল্যান :
ইন্টারনেট স্পিড : ৩০ MBPS
সঙ্গে ১০০ টাকা খরচ করলেই পেয়ে যাবে এন্টারটেইনমেন্ট প্ল্যান। ২০০ টাকা অꦬতিরিক্ত খরচ করলে পাবেন বিশেষ এন্টারটেইনমেন্ট প্লাস প্ল্যান। তাতে ১৪টি পর্যন্ত জনপ্রিয় OTT-র সাবস্ক্রিপশন মিলবে। ১৪টি অ্যাপের মধ্যে রয়েছে Disney+ Hotstar, Zee5, Sonyliv, Voot, Sunnxt, Discovery+, Hoichoi, Altbalaji, Eros Now, Lionsgate, ShemarooMe, Universal+, Voot Kids, JioCinema ।