নামের গেরো। একই নামে দুটি সংস্থা। আর তার জেরেই চরম কনফিউশানে শেয়ার বাজার। শুক্রবার ফেসবুকের মালিক সংস্থার নাম বদলে মেটা রাখা হয়। এদিকে কানাডার এই একই নামে অপ🌜র এক সংস্থা রয়েছে🐟। তার নাম মেটা মেটিরিয়ালস। বিভ্রান্ত হয়ে হুড়মুড় করে সেই মেটার শেয়ার কিনতে শুরু করলেন বিনিয়োগকারীদের একাংশ।
এর ফলে তাত্ক্ষণিক চাহিদায় চড়চড় করে বাড়𓆏তে শুরু করে অপর মেটার দাম। মেটিরিয়াল টেকনোলজি সংস্থার শেয়ার চোখের নিমেষে প্রায় ৩২ শতাংশ উর্ধ্বমুখী হয়।
গোটা বিষয়টায় বেশ মজা পেয়েছেন মেটা মেটিরিয়ালসের সিইও জর্জ পালিকারাস। এ বিষয়ে টুইটও করেন তিনি। বলাই বাহুল্য, এই 'মেটার' বাজারদর জুকারবার্গের মেটার তুলনায় অনেকটাই কম। তবে একেবারে কমও নয়। বর্তমানে সংস্থার বাজারমূল্য প্রায়🔯 ♛১.৫ বিলিয়ন মার্কিন ডলার।
শেয়ার বাজারে এমন নামের গেরো কিন্তু নতুন নয়। এর আগে জুম🎀 ভিডিয়োর শেয়ার ভেবে অনেকে জুম টেকনোলজি বলে অপর এক সংস্থার শেয়ার কিনেছিলেন।
শুক্রবার ফেসবুকের মালিক সংস্থার নাম বদলে মেটা রাখা হয়। লঞ্চ হয় নতুন লোগোও। তবে সংস্থার ফেসবুক ওয়েবসাইট ও অ্যাপের নাম পরিবর্তন হচ্ছে না। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারেও পরিবর্তন হচ্ছে না। সংস্থার প্রধান নির্বাহী এবং সিনিয়র আধিকারিকদের কর্পোরেট কাঠামোরও পরিবর্তন হবে না। আগামী ১ ডিসেম্বর থেকে, সংস্থার শেয়ার একটি নতুন টিকার সিম্বল, MVRS না꧋মে ট্রেডিং শুরু করবে।