টুইটারকে চ্যালেঞ্জ দিতে বাজারে বহু অ্যাপই এসেছে আবার কিছু অ্যাপ জনপ্রিয়তার আলো থেকে ছিটকে গিয়েছে। এমনই আসা যাওয়ার মাঝে টুইটার এলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যের আওতাধীন থাকার পর থেকেই নানান তর্ক বিতর্ক চলেছে। টুইটারের মডারেশন নীতি ও কনটেন্ট ঘিরে নানান নীতি সমালোচনায় এসেছে। এই পরিস্থিতিতে বাজার কাঁপিয়ে আসল মেটা থ্রেড। এই সংস্থার নেপথ্যে রয়েছে 'সোশ্যাল মিডিয়া জায়েন্ট' মেটা। নির্মাণ হয়েছে ইনস্টাগ্রামের হাত ধরে। ফলে সোশ্যাল মিডিয়া অ্যাপের দুনিয়🌼ায় টুইটারের ঘুম ছুটল বলেই আশা অনেকের।
দুনিয়া যখন আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের জগতে 'আরও কিছু পাওয়ার' অপেক্ষায় রোজ প্রহর গুনছে, তখন সোশ্য়াল মিডিয়ার জগতে একাধিক চড়াই উতরাই দেখা যাচ্ছে বাণিজ্য ঘিরে। সেই পরিস্থিতিতে বাজার কাঁপিয়ে মাত্র ৪ ঘণ্টায় ৫০ লাখ ইউজার এনে ফেলল মার্ক জাকারবার্গের মেটার থ্রেড অ্যাপ। অ্যাপটির সাফল্যের নথি প্রকাশ করেছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। ফলে এবা💛র টুইটাররে ঘুম ছোটানো অ্যাপ দিয়ে নতুন করে মার্ক বনাম এলন সম্মুখ সমর জমে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
( II♋T Campus Outside India: দেশের বাইরে এই প্রথম আꦓইআইটি ক্যাম্পাস! কোথায় হচ্ছে জানেন?)
এদিকে, থ্রেড 'থ্রেটে' রয়েছে টুইটার। উল্লেখ্য, আজই আত্ꦓমপ্রকাশ করেছে এই নয়া অ্যাপ থ্রেডস। আর জন্মতিথি থেকেই কার্যত সব হিসাব ওলট পালট রতে শুরু করে দিল ইনস্টাগ্রামের এই অ্যাপ। তবে ইউজাররা এর জনপ্রিয়তার বিষয়ে দ♎্বিমতে রয়েছেন। কেউ মনে করথেন ইনস্টাগ্রাম লিঙ্ক থ্রেডে সাহায্য করবে অনেকক ইউজারকে, অনেকেই বলছেন টুইটারের মতো সহজ হবে না এটা। এদিকে, থ্রেডসের সবচেয়ে বড় বৈশিষ্ট হল এখানে নেই কোনও হ্যাশট্যাগের বালাই! নেই বিজ্ঞপন। ফলে টুইটার বনাম থ্রেডস ঘিরে মার্কিনি দুই কোটিপতির যুদ্ধ দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।