তাদের প্ল্যাটফর্মে খবর শেয়ার করা যাবে না। কানাডার জন্য এমনই সিদ্ধান্ত নিয়েছে মেটা। অর্থাত্, ফেসবুক ও ইনস্টাগ্রামে এবার কানাডাতেও নিউজ শেয়ার হবে না। সেদেশের সংসদে C-18 বিল পাশ হয়েছে। তাতে কানাডা সরকার জানায়, সোশ্যাল মিডিয়া বা অন্য প্ল্যাটফর্মে নিউজ কনটেন্ট শেয়ার করা হলে তার জন্য সেদেশের মিডিয়া সংস্থাদের টাকা দিতে হবে। এরপরেই সংবাদ প্রকাশক এবং সম্প্রচারক সহ নিউজ আউটলেটের কোনও কনটেন্ট শেয়ার করা হবে না বলে জানিয়ে দেয় মেটা। অর্থাত্, খবরের জন্য টাকা দিতে নারাজ তারা। আরও পড়ুন: সংস্থার কোনও আধিকারিক নিয়োগ দুর্নীতিতে জড়িত 𒐪নন: TCS
কানাডার এই নতুন আইন 'অনলাইন নিউজ অ্যাক্ট' নামে পরিচিত। ডিজিটাল বিশ্বকে নিয়ন্ত্রণ করার এবং প্রযুক্তি জায়ান্টদের ক্ষমতা সীমিত করার জন্য কানাডিয়ান সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ এটি। তবে এটিই কানাডা সরকারের পাশ করা একমাত্র আইন নয়। এর আগে🔯 নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকেও কানাডায় তাদের ইউজারদের কাছে কানাডিয়ান কনটেন্টের প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে এক আইনে। তবে এই আইনের সমালোচনাও কম হয়নি।
সম্প্রতি বিশ্বজুড়ে একাধিক সরকারই সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে তাদের নেটওয়ার্কে শেয়ার করা নিউজ কনটেন্টের জন্য টাকা প্রদানের জন্য জোর দিচ্ছে। অনেক ক্ষেত্রে গুগলের ডিসকভার,ꦬ নিউজের মতো প্ল্যাটফর্মের জন্যও মিডিয়া সংস্থাগুলির সঙ্গে বছরের শুরুতে চুক্তি করতে বলা হয়েছে। এর ফলে অনলাইন সংবাদ প্রকাশকারী সংস্থাগুলিরও একটি দর কষাকষি করার সಌুযোগ তৈরি হচ্ছে।
বর্তমানে বেশিরভাগ প্ল্যাটফর্মই মিডিয়া সংস্থাগুলিকে ওয়েবসাইটের পাঠকের সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনী টাকার ভাগ দেয়। ঠিক যেমন ইউটিউবে ভিউয়ের ভিত্তিতে অ্যাড রেভেনিউ ꦺদেওয়া হয়।
কিন্তু এই ব্যবস্থা মুক্ত বাজার নীতির বিরোধী। অর্থাত্, এই ব্যবস্থায়, অ্যাডের কতটা ভাগ কনটেন্ট ক্রিয়েটর বা ওয়েবসাইট মালিক পাবেন, তার সিদ্ধান্ত সম্পূর্ণ প্ল্যাটফর্মের হাতেই থাকে। অর্থাত্, কনটেন্ট পাবলিশকারী নিজের মান অনুযায়ী বেশি রেট দাবি করতে পারেন না। আরও পড়ুন: Bengal Panchayat Election 2023: পরের ধনে পোদ্দারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ে🅠র চলছে: সুকান্ত মজুমদার
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক