ম্যানিব্যাগ ভরে টাকা নিয়ে ঘুরতে বেরোনো বিপজ্জনক। একটু অসচেতন হলেই উধাও হয়ে যেতে পারে। এ কারণে, প্রায়ই সমস্যায় পড়তে হত ভারতে আসা বিদেশি পর্যটকদের। ভারতের ফোন পে, গুগল পে ব্যবহার করতে না পারায়, মানিব্যাগেই রাখতে হত ঘোরার জন্য বরাদ্দ পুরো টাকাটা। এবার এই চিনꦺ্তা থেকেই বিদেশি পর্যটকদের রেহাই দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।
'ইউপিআই ওয়ান ওয়♈ার্ল্ড' ওয়ালেট পরিষেবা লঞ্চ করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আন্তর্জাতিক ভ্রমণকারীরা ভারতে এসে, তাঁদের সফরের সময় নির্বিঘ্নে এবার থেকে ডিজিটাল লেনদেন করতে পারবেন। তাঁꦓদের ডিজিট্যাল পেমেন্ট অভিজ্ঞতা প্রদান করার জন্য এই ওয়ালেট ডিজাইন করা হয়েছে। এই পরিষেবার লক্ষ্য জি২০ দেশগুলি থেকে আসা বিদেশী নাগরিক এবং অনাবাসী ভারতীয়দের জন্য লেনদেন সহজ করা।
আরও পড়ুন: (যাত্রীদের চাদর, কম্বলের পরিচ্♛ছন্নতা নিশ্চিত কর🌼বে AI, বিরাট পদক্ষেপ ভারতীয় রেলওয়ের)
এই পরিষেবা কী কী সুবিধা দেবে
ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড, ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এর সঙ্গে সংযুক্ত একটি প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট (PPI) অফার করে, যা ভারতে আসা পর্যটকদের সারাদেশে ইউপিআই করে নগদহীন 🍬লেনদে🌠ন করতে দেয়। এই পরিষেবাটি নিলে আর নগদ অর্থ বহন করার প্রয়োজন পড়বে না। কিংবা একাধিক বৈদেশিক মুদ্রার লেনদেনের প্রয়োজনীয়তাও থাকবে না। ভারতের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক কেন্দ্র ঘুরে দেখা আরও সহজ হয়ে যাবে।
এই পরিষেবা নেবেন কীভাবে
নিজেদের ফোনে ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেট পরিষেবা চালু করতে, আন্তর্জাতিক ভ্রমণকারীরা দেশে4 বিমানবন্দর, হোটেল কিংবা মনোনীত মানি এক্সচেঞ্জ স্পট সহ বিভিন্ন স্থানে♐ পিপিআই ইস্যুকারীদের কাছে যেতে পারেন।
আরও পড়ুন: (Viral: এ🧸কাকীত্ব কাটাতে অটো চালান বেঙ্গালুরুর মাইক্ꦗরোসফট ইঞ্জিনিয়ার!)
ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড ওয়ালেটের মূল বৈশিষ্ট্যগুলি কী কী
- পাসপোর্ট এবং বৈধ ভিসা ব্যবহার করে সম্পূর্ণ কেওয়াইসি প্রক্রিয়া করা যাবে।
- বৈদেশিক মুদ্রা, নগদ ছাড়াই অর্থপ্রদান করার বিকল্প দেওয়া হবে।
- বৈদেশিক মুদ্রার নিয়ম মেনে, অব্যবহৃত ব্যালেন্স ফেরতও দেওয়া হবে।
ভারতীয় রিজার্ভ ব্য♍াঙ্কের তত্ত্বাবধানে এনপিসিআই, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং ট্রান্সকর্প ইন্টারন্যাশনাল লিমিটেডের মধ্যে ইউপিআই ওয়ান ওয়ার𒈔্ল্ডের একটি সহযোগিতামূলক প্রচেষ্টা এটি।
আরও পড়ুন: (Cave On Moon: চাঁদে গিয়ে এবার গুহায় থাকবেন মহাকাশচারীরা! দারুণ জায়গা 🐠খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা)
💯প্রসঙ্গত এনপিসিআই-এর একজন মু𒁃খপাত্র আন্তর্জাতিক দর্শকদের কাছে ইউপিআই অভিজ্ঞতা প্রসারিত করার তাৎপর্যের উপর জোর দিয়েছেন।