অ্যান্ড্রয়েডে🐓র প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে যথেষ্ট নাম করেছে OnePlus। তবে শুধু তো আর দামি ফোন বেচলে হবে না! তাই মাঝারি দামের মডেল দিয়েও বাজার দখলের প্রচেষ্টায় OnePlus। ফলে আপনি যদি কম বাজেটের মধ্যেই, OnePlus-এর কোনও দুর্দান্ত স্মার্টফোন কিনতে চান, সেক্ষেত্রে আপোসের কিছু নেই। ২০,০০০ টাকার মধ্যেই একাধিক OnePlus-এর স্মার্টফোন পাবেন। এর পাশাপাশি, এই স্মার্টফোনগুলিতে দুর্দান্ত ছাড়ের অপশনও পাবেন।
২০,০০০ টাকার কম বাজেটের সেগমেন্টে, এতদিন OnePlus Nord CE 2 Lite 5G-র অপশন ছিল। তবে এবার তার পরের মডেল, OnePlus Nord CE 3 Lite 5G-ও বাজারে এসেছে। এই দুই স্মার্টফোনের মধ্যে দামের পার্থক্য ১,০০০ টাকার। বেশিরভাগ ব্যবহারকারীই নতুন আপগ্রেডেড ভার্সান কিনতে চান। আরও পড়ুন: Xiaomi থেকে OnePlus, একধাক্কায় দাম কমল এই ৫ স্মার্টফোনের, দেখে নিন একনজরে
দু'টি ডি🔯ভাইসেই আলাদা আলাদা স্পেসিফিকেশন এবং ক্যামেরা সেটআপ রয়েছে। আপনার ঠিক কী দরকার, চাহিদা, তার উপর ভিত্তি করে পছন্দের ফোনটি বেছে নিতে পারেন।
OnePlus Nord CE 3 Lite 5G (দাম শুরু ১৯,৯৯৯ টাকা থেকে)
OnePlus-এর এই বাজেট ফোনে ৬.৭২ ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। স্ক্রিনে ফুল HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট পাবেন। Qualcomm Sn👍apdragon 695 প্রসেসর দ্বারা চালিত। ভার্চুয়াল র্যামের মাধ্যমে ডিভাইসের 8GB RAM বাড়িয়ে 16GB পর্যন্ত করা যেতে পারে। ডিভাইসের পিছনের প্যানেলে 108MP প্রাইমার🍌ি লেন্স রয়েছে। সেই সঙ্গে 2MP ডেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। 16MP সেলফি ক্যামেরা পাবেন। 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে।
OnePlus Nord CE 2 Lite 5G (দাম শুরু ১৮,৯৯৯ টাকা থেকে)
গত বছর এই ফোন লঞ্চ হয়েছিল। OnePlus-এর এই ডিভাইসে 120Hz রিফ্🃏রেশ রেটের বড় 6.59-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ভাল পারফরম্যান্সের জন্য, এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসর পাবেন। 8GB পর্যন্ত RAM ও 128GB স্টোরেজ পাবেন।
ফোনের পিছনের প্যানেলে 2MP ডেপথ লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স সহ 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনে 16MP Sony IMX471 সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। 5000mAh ব্যাটারি আছে। তাতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। ফোনটি Android 12 ভিত্তিক OxygenOS চালিত। আরও পড়ুন: Satelite Calling: সিম লাগবে না, স্যাটেলাইট দিয়েই করা যাবে ফোন কল!