বৃহস্পতিবার, 24 জুন লঞ্চ হল Realme Narzo 30 । রিয়েলমির Narzo সিরিজ🥂ের স্মার্টফোনের লাইনআপ-এ এটি সবচেয়ে নতুন ফোন। একই সঙ্গে এদিন প্রকাশিত হল Realme Narzo 30 5G-ও।
দুটিতেই থাকছে 5000 mAh-এর ব্যাটারি।
তাছাড🦂়া থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধাও। ফলে শেষ হয়ে এলেও দ্রুত চার্জ দিয়ে নেওয়া যাবে। ফলে একটানা বহুক্ষণ ব্যবহারের জন্য এটি আদর্শ।
আর একটানা ব্য🔯বহারের কথা বললেই গেমারদের কথা মাথায় আসে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, Realme Narzo 30-র বেস ভেরিয়েন্টেই থাকছে 4 জিবি RAM । সেই সঙ্গে Medi💞aTek-এর Helio G95 প্রসেসর। ফলে সদ্য প্রকাশিত Battlegrounds Mobile India-র মতো গেম খেলতে খুব বেশি সমস্যা হবে না।
এক নজরে দেখে নিন Realme Narzo 30-র স্পেসিফিকেশান ( Realme Narzo 30 Specifications ) :
RAM : 4 /6 GB
Internal Memory : 64 /128 GB
Processor : MediaTek Helio G95
ব্যাটারি : 5000 mAh (30w ফাস্ট চার্জিং)
ডিসপ্লে : 6.5-inch HD+
(1080X2400 পিক্সেল)
রিয়ার ক্যামেরা : 48+2+2 MP
ফ্রন্ট ক্যামেরা : 16 MP
সফটওয়্যার : Android 11 ভিত্তিক Realme UI 2.0
USB : Type C port
দাম (Realme Narzo 30 Price In India) :
Realme Narzo 30-র দাম 12,499 টাকা (4GB+64GB) । অন্যদিকে 6GB+128GB ভেরিয়েন্টের দাম 14,499 টাকা। তবে দুটি𝓰তেই প্রথম সেলে পাবেন 500 ট♛াকার ছাড়।
কবে থেকে বিক্রি শুরু?
আগামী ২৯ জুন রাত ১২টা থেকে বিক্রি শুরু। কিনতে পারবেন Realmeꦡ-র অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart এবꦗং অফলাইন দোকান থেকে।