গত মার্চ মাসে ভারতে রেডমি নোট 10 সির꧑িজ আনে শাওমি। প্রাথমিকভাবে, এই সিরিজে কেবল তিনটি মডেল বাজারে আসে। এরপর, মে মাসের মাঝামাঝি সময়ে এই সিরিজের চতুর্থ মডেল বাজারে আসে। আর ইতিমধ্যেই এই সিরিজ ভারতে স্মার্টফোন বিক্রির নিরিখে রেকর্ড সৃষ্টি করেছে।
৩ মাসে ২০ লক্ষেরও বেশি স্মার্টফোন বিক্রি
শাওমি ইন্ডিয়ার প্রধান মনুকুমার জৈন টুইট করে জানান, রেডমি নোট 10 সিরিজ ভারতে ২ মিলিয়ন বা ২০ লাখেরও বেওশি ইউনিট বিক্রি হয়েছে। বাজারে আসার তিন মাসের মধ্যে ৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের রেডমি নোট 10 সিরিজের স্মার্টফোন বিক্রি হয়েছে।
Covid-19 পরিস্থিতি সত্ত্বেও রেকর্ড বিক্রি
এই পরিসংখ্যান সত্যিই বিস্ময়কর। মনুকুমার জৈন আরও জানান, 'রেডমি নোট' বলে যদি আলাদা একটি ব্র্যান্ড হত তবে তা ভারতের তৃতীয় বা চতুর্থ বৃহত্তম স্মার্টফোন ব্ꩲর্যান্ড হত।
করোনা অতিমারীর দ্বিতীয় ওয়েভ সত্ত্বেও অল্প সময়ের মধ্যেই এত বেশি বাজার দখ�ꦇ�ল, সত্যিই অভাবনীয়।
এই রেডমি নোট 10 সিরিজের ফোনগুলি হল, Redmi Note 10, Redmi Note 10s, Redmi Note 10 Pro, এবং Redmi Note 10 Pro Max ।