বৃহস্পতিবার চিনে আনুষ্ঠানিকভাবে Redmi Note 11 সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ হল। তিনটি ফোন হল Redmi Note 11 5G, Redmi Note 11 Pro, এবং Redmi Note 11 Pro+। এই রেঞ্জের মাঝের সেগমেন্টের মডেল হল Redmi Note 11 Pro । Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+এ ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট ছাড়া বাকি ফিচার্স প্রায় একই। Redmi Note 11 Pro+তে থাকছে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০mAh ব্যাটারি প্যাক। অন্যদিকে, Redmi Note 11 Pro-তে থাকছে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০mAh ব্যাটারি। তিনটি মডেলেই পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা রয়েছে।দুটি ফোনেই জেবিএল-টিউনড স্টিরিও স্পিকার রয়েছে। গেমারদের জন্যও দুটি ফোনই বেশ ভাল। কারণ এতে পেয়ে যাবেন ভিসি লিকুইড কুলিং সিস্টেম। ফলে ফোন চট করে গরম হবে না(যেটা নিয়ে রেডমির বেশ বদনাম রয়েছে।) এক নজরে দেখে নিন স্পেসিফিকেশন:১. RAM : 4/6/8 GB২. Internal Memory : 128/256 GB৩. Processor : অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 920৪. ব্যাটারি : 5000 mAh (67w ফাস্ট চার্জিং)৫. ডিসপ্লে : ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি৬. রিয়ার ক্যামেরা : 108-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ৭. ফ্রন্ট ক্যামেরা : 16 MP৮. OS: অ্যান্ড্রয়েড 11দাম (Redmi Note 11 Pro Price in India) : 6GB+128GB মডেলের Redmi Note 11 Pro-র দাম CNY ১,৫৯৯ (প্রায় ১৮,৭০০ টাকা)। 8GB+128GB ভ্যারিয়েন্টের দাম CNY ১,৮৯৯ (প্রায় ২২,৩০০ টাকা) এবং 8GB+256GB ভেরিয়েন্টের দাম CNY ২,০৯৯ (প্রায় ২৪,৫০০ টাকা)।