ধনতেরাসের আগে জিও ভারত ফোর জি ফোনের দাম হু হু করে নামল। সদ্য রিলায়েন্স জিও, তাদের জিও ভারত দিওয়ালি ধমাকা ২০২৪ ঘোষণ𝄹া করেছে। সেখানেই ফোনে𒀰র দাম কমে যাওয়ার কথা বলা হয়েছে। এবার থেকে জিও ভারত ফোর জি ফোন পাওয়া যাবে মাত্র ৬৯৯ টাকায়। হাজার টাকার নিচে এই সস্তায় পাওয়া যাওয়া এই ফোনে রয়েছে তাক লাগানো সুবিধা।
যে সমস্ত গ্রাহকরা এখনও টুজি ফোন ব্যবহার করছেন, তাঁরা যদি ফোন বদলে নিয়ে ফোর জি ফোন কেনার পরিকল্পনায় থাকেন, তাহলে জিও ভারত ৪ জি ফোন আপনার জন্য একেবারে যোগ্য! এই ফোন ৯৯৯ টꦆাকা থেকে নেমে ৬৯৯ টাকায় চলে এসেছে। তবে ফোন কেনার আগে যাচাই করে নিতে হবে ফোর জি ফোনের সুবিধা কী কী।
জিও ভারত ফোরজি ফোনের সুবিধা কী কী?
জিও ভারত ফোর জি ফোনের সুবিধা হল, এর জন্য🍷 মাসিক রিচার্জ ন্যূনতম ১২৩ টাকা থেকে শুরু। ১২৩ টাকা, মাসে মাসে এই ফোনে ভরালে বহু ধরনের সুবিধা মিলবে। ১২৩ টাকার রিচার্জে কী কী সুবিধা মিলবে তা দেখে নিন।
১২৩ টাকার রিচার্জে কী কী সুবিধা পাওয়া যাবে?
১)এতে থাকবে আনলিমিটেড ভয়েস কল।
২) ১৪ জিবি ডেটা প্রতি মাসে।
৩) ৪৫৫টির বেশি লাইভ টিভি চ্যানেল।
৪🌺ജ) বহু ফিল্মের প্রিমিয়ার আর সমস্ত সাম্প্রতিক ফিল্মগুলি।
৫) পাবেন ভিডিয়ো শো
৬) লাইভ খেলা দেখা যাবে
৭) জিও সিনেমায় হাইলাইট দেখা যাবে
৮)কিউআর কোড দিয়ে ডিজিটাল পেমেন্ট হবে।
৯) জিও পেতে টা লেমদেন করলে সাউন্ড অ্যালার্ট আসবে।
১০) গ্রুপ চ্যাটে হইহুল্লোড় করতে পারবেন।
১১) জিও চ্যাট সহ একাধিক ফিচার পাবেন। এটি শুধু ১২৩ টাকার রিচার্✨জ🤡ে। বাকি রিচার্জে রয়েছে আরও সুবিধা।
এছাড়াও জিওর ফাইফ জি দিওয়ালি ধমাকায় বিভিন্ন নির্দিষ্ট প্ল্যানে রিচার্জ করলে﷽ মিলছে, মেক মাই ট্রিপ, সুইগি, আজিওর মতো ব্র্যান্ড থেকে বিনামূল্যের কুপন। এই অফার মাই জিও অ্যাপ ও জিও ডট কম-এ পাওয়া যাচ্ছে।