বিভিন্♋ন টিপস্টারের প্রকাশিত তথ্য অনুযায়ী খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে Samsung Galaxy A52s । টেক পোর্টাল গিকবেঞ্চেও এই ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য) সম্পর্কে তথ্যও প✅াওয়া গিয়েছে।
মার্চ✱ মাসে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি A52 4G এবং স্যামসাং গ্যালাক্সি A52 5G মডেলের অফশুট হবে Samsung Galaxy A52s।
তবে আপাতত ফোনটি কবে লঞ্চ হবে, অথবা দাম ও স্প♌েসিফি👍কেশনের বিষয়ে মুখে কুলুপ এঁটেছে স্যামসাং।
Samsung Galaxy A52s-এর 128 GB স্টোরেজ ভার্সানটির দাম 449 ইউরো হতে পারে বলে উল্লেখ করা হ🗹য়েছে একাধিক ফোরামে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৯,৪০০ টাকা। যদিও টিপসটারটি এখনও ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইনের তথ্য দেয়নি।
সম্ভবত ইউরোপের বাজা♕রেই প্রথমে আসবে Samsung Galaxy A52s। ত🦩ারপরে ভারতে এই ফোন লঞ্চ করতে পারে স্যামসাং।
গিকবেঞ্চে প্রকাশিত সম্ভাব্য স্পেসিফিকেশন :
সফটওয়্যার : অ্যান্ড্রয়েড 11
র্যাম : 8 জিবি
প্রসেসর : কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 জি প্রসেসর
যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি স্যামসাং। তবে ওয়াকিবহাল মহলের মতে আগামী আগস্ট অ🦂থবা সেপ্টেম্বর মাসেই ইউরোপের বাজারে লঞ্চ হতে পারে Samsung Galaxy A52s