ভারতে লঞ্চ হল Vivo-র নতুন স্মার্টফোন Y20T। উত্সবের মরসুমে সবচেয়ে জনপ্রিয় দামের সেগমেন্টেই প্লেস করা হয়েছে ভিভোর এই ডিভাইস।Vivo Y20T স্মার্টফোনে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় ফিচার্স। থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেট। থাকছে 13MP প্রাথমিক সেন্সর, একটি 2MP বোকেহ ক্যামেরা এবং একটি সুপার ম্যাক্রো ক্যামেরা।সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।Vivo Y20T-তে রয়েছে 5000 mAh-এর ব্যাটারি। পাবেন 18 W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে, ব্যাটারি কমে এলেও খুবই দ্রুত চার্জ নিয়ে নেবে।খাতায় কলমে স্পেসিফিকেশন দেখে বলা যেতে পারে, এই দামে আরও বেশি মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে বাজারে। তবে এতে RAM ও প্রসেসর সন্তোষজনক। ব্যাটারিও মন্দ নয়। ফলে গেমিংয়ের জন্য নিতে পারেন।এক নজরে দেখে নিন Vivo Y20T-র স্পেসিফিকেশন (Vivo Y20T Specification):RAM : 6 GB(থাকছে এক্সটেন্ডেড RAM প্রযুক্তি। এর মাধ্যমে অব্যবহৃত ১ জিবি স্টোরেজ ভার্চুয়াল মেমরি হিসাবে ব্যবহৃত হয়।)Internal Memory : 128 GBProcessor : কোয়ালকম স্ন্যাপড্রাগন 662ব্যাটারি : 5000 mAh (১৮ w ফাস্ট চার্জিং)ডিসপ্লে : ৬.৫১ ইঞ্চি HD+ (৭২০পি)রিয়ার ক্যামেরা : ১৩+২+২ MPফ্রন্ট ক্যামেরা : ৮ MPOS: অ্যান্ড্রয়েড 11দাম (Vivo Y20T Price in India) : Vivo Y20T-র দাম ১৫,৪৯০ টাকা (6GB+128GB)। একটিই ভেরিয়েন্ট।