কয়েক দিন আগে টুইটারের সিইও পদে জ্যাক ডরসের জায়গায় বসেছেন পরাগ আগরওয়াল। আর সিইও বদল হতেই বড়সড় নীতি বদলের পথে হাঁটল টুইটার কর্তৃপক্ষ। প্রাইভেসি পলিসি বদলে টুইটার জানাল, কোনও ব্যক্তির অনুমতি ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির কোনও ছবি বা ভিডিয়ো টুইটারে শেয়ার করা যাবে না। ব্যক্তিগত তথ্য যাতে গোপন থাকে, সে দিকে আরও বেশি নজর দিতেই এই পদক্ষেপ টুইটারের।মঙ্গলবার টুইটার নয়া পলিসি ঘোষণা করে যে এখন থেকে ব্যবহারকারীরা অনুমতি ছাড়া কোনওভাবেই অন্য ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি শেয়ার করতে পারবেন না। নয়া পলিসি অনুযায়ী অনুমতি ছাড়া কোনও ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো শেয়ার হলে সংশ্লিষ্ট ব্যত তা টুইটার কর্তৃপক্ষের কাছে সরানোর আবেদন করতে পারবেন৷ শুধু ছবিই নয়, যোগাযোগের নম্বর, বাড়ি ঠিকানাও কোনও ভাবে শেয়ার করা যাবে না। যদিও পাবলিক ফিগার যারা রয়েছেন তাঁরা নয়া পলিসির আওতায় আসবেন না বলে জানিয়েছে টুইটার। তবে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতিসাপেক্ষে অন্যের ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা৷মাইক্রোব্লগিং সাইটটি জানিয়েছে, যদি কোনও তৃতীয় ব্যক্তি তাদের পোস্ট করা ছবি বা ভিডিও পোস্ট করে তাহলে সেটা সরানোর আবেদন জানানো সংশ্লিষ্ট ব্যক্তির অধিকারের মধ্যে পড়ে। বাড়ির ঠিকানা, জিপিএস সংক্রান্ত তথ্য, কোনও সরকারি পরিচয় পত্র, আধার কার্ডের মতো পরিচয় পত্রের নম্বর, ফোন নম্বর, মেল আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি শেয়ার করা যাবে না টুইটারে। প্রসঙ্গত সোমবারই টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি ৷ তিনি দায়িত্ব তুলে দিয়েছেন বিগত দশ বছর ধরে প্রতিষ্ঠানের চিফ টেকনলোজি অফিসারের দায়িত্ব সামলানো পরাগ আগরওয়ালের হাতে৷ আর এই বদলের পরই নয়া নীতি টুইটারের।