India women's
সেরা খবর
সেরা ভিডিয়ো
টোকিয়োয় তৈরি হল ইতিহাস। অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি দল। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনালে ভারত যে পুরোপুরি দাপট দেখিয়েছে, তা নয়। কিন্তু যেটা করার দরকার ছিল, সেটাই করেছেন রানি রামপালরা। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন গুরজিত কৌর। সেটাই ম্যাচে ভারতের একমাত্র পেনাল্টি কর্নার ছিল। অন্যদিকে, একাধিไক পেনাল্টি কর্নার পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু দুর্ভেদ্য হয়ে ওঠেন সবিতা। তাঁকে একবারও পরাস্ত করতে পারেননি অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। শেষের দিকে মুহুর্মূহূ আক্রমণ শানিয়েও গোল করতে পারেননি 🔯তাঁরা। দাঁতে দাঁতে চেপে লড়াই করতে থাকে ভারতীয় রক্ষণ। গোল লক্ষ্য করে অস্ট্রেলিয়া ২০ টি শট নেয়। সেখানে ভারতের গোলমুখী শটের সংখ্যা ছিল পাঁচ। বল পজেশনেও সামান্য পিছিযে ছিলেন রানি রামপলরা। তাতে অবশ্য কোনও লাভ হয়নি অস্ট্রেলিয়ার। এবার ভারত সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -
সেরা ছবি
- Archery World Cup 2024: জ্যোতি, অদিতি এবং পরনীত মিলে বিশ্বকাপে সোনা জিতে ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন প্যারিস অলিম্পিক্সে পদক জয়েরও। শনিবার ভারতীয় কম্পাউন্ড মহিলা তীরন্দাজি দল বিশ্বকাপ ইভেন্টের তৃতীয় পর্যায়ে এস্তোনিয়াকে হারিয়ে সোনার পদক জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে।