বাংলা নিউজ > বিষয় > Oxygen cylinder
Oxygen cylinder
সেরা খবর
সেরা ভিডিয়ো
করোনায় গুরুতর আক্রান্ত রোগীদের অনেক ক্ষেত্রেই অক্সিজেন লাগে। এবার দু🌳স্থদের অক্সিজেনের জোগান দিতে এগিয়ে এলেন মুম্বইয়ের দুই তরুণ। নিজেদের গাড়ি বেচে দিয়ে তারা অর্থ জোগাড় করেছেন এই মহত্ কাজের জন্য।
শাহনাওয়াজ হুসেন ও আব্বাস রিজভি, এই দুই বন্ধু বিনামূল্যে অক্সিজেন সাপ্লাই করছেন যাদের অর্থ সম্ব♛ল নেই। আব্বাসের এক আত্মীয়া গর্ভবতী অবস্থায় করোনায় মারা গিয়েছেন, অক্সিজেনের অভাবে। তার পর থেকেই এই দুই বন্ধু শপথ নেন, যে বিন🅘া অক্সিজেনে কেউ যেন মারা না যায়, সেটার চেষ্টা করবেন। ক্রমশই ছড়িয়ে পড়েছে এই দুই বন্ধুর কীর্তি। সাহায্যের হাত বাড়াতে এগিয়ে আসছেন অন্যরাও।
সেরা ছবি
- এর আগে ডিসেম্বর ২০২২ পর্যন্তই অক্সিজেন ও সিলিন্ডারের দাম নিয়ন্ত্রিত থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। তবে সম্ভবত ফের করোনা ফেরত আসার সম্ভাবনাকে বিচার করে আরও ৩ মাসের জন্য এই মূল্য নিয়ন্ত্রণ বসানো হল।