বাংলা নিউজ > বিষয় > Poonam yadav
Poonam yadav
সেরা খবর
সেরা ছবি
প্রত্যাশিতভাবেই বিসিসিআই অ্যাওয়ার্ড তালিকায় শীর্ষ সম্মান পেলেন পেস বোলার জসপ্রীত বুমরাহ। ২০১৮-১৯ সালের জন্য দেওয়া হল পুরস্কার। ২০১৯-এ চোট আঘাতে ভুগলেও তার আগের বছর তুখড় ফর্মে ছিলেন তিনি। এদিন পলি উমরিগড় অ্যাওয়ার্ড ও দিলীপ সারদশাই সম্মান পেলেন তিনি। বছরের সেরা পুরুষ ক্রিকেটার হিসাবে মানপত্র, পলি উমরিগড় ট্রফি ও ১৫ লাখ টাকা পেলেন তিনি। টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়া ও রান করার জন্য দেওয়া হয় দিলীপ সারদেশাই পুরস্কার। বুমরাহ ও পুজারা এই সম্মান পেলেন। মহিলাদের মধ্যে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের সম্মান পেলেন পুনম যাদব। সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্টের খেতাব পেলেন কৃষ শ্রীকান্ত ও বিসিসিআই লাইফটাইম অ্যাওয়ার্ড পেলেন অঞ্জুম চোপড়া। সেরা আন্তর্জাতিক অভিষেকের জন্য পুরস্কার পেলেন মায়াঙ্ক আগরওয়াল ও শেফালি ভার্মা। রঞ্জিতে ট্রফিতে সেরা অলরাউন্ডার হওয়ার জন্য পুরস্কৃত হলেন শিবম দুবে। মহিলাদের মধ্যে ঘরোয়া ক্রিকেটে সেরা পারফরমেন্সের জন্য জগমোহন ডালমিয়া পুরস্কার পেলেন দীপ্তি শর্মা।অন্যদিকে বয়সভিত্তিক ক্রিকেটে সেরা পারফরমেন্সের জন্য জিতলেন শেফালি ভার্মা।মহিলাদের মধ্যে ওডিআইতে সর্বোচ্চ রান করার জন্য সম্মানিত হলেন স্মৃতি মন্দনা। সবচেয়ে উইকেট পাওয়ায় পুরস্কৃত হলেন ঝুলন গোস্বামী।ঘরোয়া ক্রিকেটে সেরা ফলাফলের জন্য সম্মানিত বিধর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেরা আম্পায়ারের খেতাব পেলেন বিরেন্দর শর্মা। উপস্থিত ছিলেন বর্তমান ভারতীয় দলের ক্রিকেটাররা। এই পুরস্কারের মাধ্যমে তরুণদের উত্সাহ দেওয়া হচ্ছে বলে জানান সৌরভ গঙ্গেপাধ্যায়। দেখুন সেরা ছবি।