Rajiv shukla
সেরা খবর
সেরা ভিডিয়ো
সব রকমের সতর্কতা অবলম্বন করা হয়েছে। যদিও করোনা সংক্রমণ এড়াতে পারেনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। আশার কথা এই যে, বায়ো-বাবꦚলে ঢুকে পড়ার পর করোনা সংক্রমণের মুখে পড়তে হয়নি কোনও দলকেই। এখনও পর্যন্ত আইপিএল ২০২১-এ যাঁরা করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন, হয় কোয়ারান্টাইনে থাকাকালীন, নতুবা ক্রিকেট🎶ারদের বায়ো-বাবলের বাইরের কেউ।
কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা, দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল, রয়্যাল চ্য🍌ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেবদূত পাডিক্কাল ও ড্যানিয়েল স্যামস ইতিমধ্যেই করোনা পজিটিভ চিহ্নিত হন। নীতিশ রানা ও পাডিক্কাল সুস্থ হয়ে স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন।
এছাড়া ♛চেন্নাই সুপার কিংস শি🌃বিরের একজন এবং ওয়াংখেড়ের গ্রাউন্ডসম্যানরা গণহারে করোনা আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই আইপিএলে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে।
♌এপ্রসঙ্গে বিসিসিআয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, ‘সারা দেশে করোনা পজিটিভের সংখ্যা বাড়ছে, স্বাভাবিকভাবেই বিসিসিআই প্রয়োজনীয় সবরকম সতর্কতা অবলম্বন করেছে। মাত্র ৬টি কেন্দ্রে ম্যাচ আয়োজিত হবে। বায়ো-বাবল তৈরি হয়েছে। স্কোয়াডের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। টুর্নামেন্ট আয়োজিত হবে দর্শক ছাড়া।’ সুতরাং, করোনা সংক্রমণ এড়িয়ে নি💜র্বিঘ্নে আইপিএল আয়োজনের বিষয়ে রাজীব শুক্লা আশাবাদী।
সেরা ছবি
- ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠিত হয়েছে মঙ্গলবার। ছ’টি পদে যাঁরা এলেন, বা থেকে গেলেন, তাঁদের সম্পর্কে জেনে নিন এক নজরে: