বাংলা নিউজ > বিষয় > Worship
Worship
সেরা খবর
সেরা ভিডিয়ো
এই ঘটনা দক্ষিণ দিনাজপুরের বংশিহারির। সেখানে মন্মথ সরকার আয়োজন করেন যমরাজের পুজো। মূলত এই পূজা কার্তিক মাসের সংক্রান্তিতে হয়ে থাকে । এই পূজা মূলত মঙ্গলবার বা শনিবার হয়ে থাকে। তবে মন্মথবাবুর পুজোয় রয়েছে বিশেষ উদ্দেশ্য। তিনি জানান বহু বছর আগে তাঁর সুস্থতা কামনায় 'মানত' করেছিলেন তাঁর মা। আর সেই কারণেই এই পুজো। জানা যায়, যমরাজের পুজোর প্রতিমা বুনিয়াদপুর তথা বংশিহারি ব্লকে কেউ বানাতে চাননি। পরে তা বুনিয়াদপুরের অন্য এলাকা থেকে বানানো হয়। আপাতত জলাশয়ের ধারে এই পুজো উপলক্ষ্যে এলাকার মানুষ জমাচ্ছেন ভিড়।