রাহুল তো ইতালি থেকে এসেছে, ওর করোনাভাইরাস আছে কিনা পরীক্ষা করা হোক- বিজেপি সাংসদ
Updated: 04 Mar 2020, 07:50 PM ISTভারতে ক্রমশ ছড়াচ্ছে করোনাভাইরাস। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন এখনও পর্যন্ত আক্রান্ত ২৮। এরমধ্যে ১৫ জন ইতালির যারা ভারতে ঘুরতে এসেছিলেন। ইতালিতে করোনা থাবায় ইতিমধ্যেই ৭৯ জন মারা গিয়েছেন। কিন্তু এই পুরো ঘটনা নিয়ে রসিকতা করলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। দিল্লির সাংসদ রমেশ বলেন যে রাহুল তো এই ফিরল ইতালি থেকে, ওঁকে চেক করে দেখা হোক। রাহু♌ল গান্ধী উত্তর পূর্ব দিল্লির দাঙ্গা আক্রান্ত এলাকায় অবস্থা দেখতে গিয়েছিলেন। তার প𒆙্রতিক্রিয়ায় এই কথা বলেন রমেশ বিধুরি।