'আবার যদি ঘুরে বাদাম বিক্রি করি...', তৃণমূলের প্রচারে জন-উচ্ছ্বাসের মাঝে ভুবন জানালেন মনের কথা
ভোটপ্রচার ঘিরে সরগরম বাংলা। হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। তারপরই রবিবার পুরভোট ঘিরে বাংলায় ভোট যুদ্ধ দেখা যাবে। এদিকে, তার আগে চলছে জোরদার রাজনৈতিক প্ꦿরচার। ঝালদা পৌরসভার ৬ নং ওয়ার্💧ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরেশ আগরওয়াল ও ১০ নং ওয়ার্ডের প্রার্থী জবা মাছুয়ার এর সমর্থনে বৃহস্পতিবার ছিল ভোট প্রচার। প্রচারে আলাদা করে নজর কাড়ছেন 'কাঁচা বাদাম' গান খ্যাত ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকরকে ঘিরে এদিন জনতার ভিড়ও চোখে পড়ে। আর তারই মাঝে আগামীর পরিকল্পনা নিয়ে ভুবন জানালেন মনের কথা।