বাংলা নিউজ >
দেখতেই হবে >
কোভিড বিধি মেনে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি সাড়ম্বরে পালিত বেলুড় মঠে
Updated: 25 Jan 2022, 10:35 PM IST
লেখক Sritama Mitra
করোনা আবহে বন্ধ রয়েছে বেলুড়মঠ। তবে তারই মাঝে স্বা... more
করোনা আবহে বন্ধ রয়েছে বেলুড়মঠ। তবে তারই মাঝে স্বামী বিবেকানন্দের জন্মতিথি সাড়ম্বরে পালিত হল বেলুড়মঠে। ১২ই জানুয়ারি ইতিমধ্যে ৩৭ তম যুব উৎসব পালিত হয়েছে বেলুড় মঠে। ২৫ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষ্য়ে আয়োজিত অনুষ্ঠান অনলাইনে দেখার বন্দোবস্ত করে মঠ। অনুষ্ঠানের লিঙ্ক দেওয়া হয়েছে www.belurmath.org এবং www.saradapith.org —এই দু’টি ওয়েবসাইটেও। বেলুড় মঠের নিজস্ব ইউটিউব চ্যানেল মারফৎ এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। বিবেকানন্দ সভাগৃহে মঠের সন্ন্যাসী ও আবাসিকদের উপস্থিতিতে পালিত হয় এই অনুষ্ঠান। ভোর ৪:৪৫ মিনিটে স্বামীজীর মন্দিরে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা। সারাদিনব্যাপী রয়েছে আরও একাধিক অনুষ্ঠান।