Updated: 08 Nov 2024, 07:38 PM IST
Laxmishree Banerjee
হিন্দু ধর্মে ছট পুজো মূলত, সূর্যদেবতার পুজো। তবে হিন্দিভাষী ভক্তরাই এই পুজো বেশি করে থাকেন। মহিলারা নদীর জলে নেমে পুজো করেন। ছট পুজোকে কেন্দ্র করে দামোদরের তীরে সদরঘাটে মেলা বসে। এবারও তার অন্যথা হয়নি। কলকাতাতে, শিলিগুড়িতেও একইভাবে নজর কেড়েছে ছট পুজোর আমেজ।