বাংলা নিউজ >
দেখতেই হবে >
Pori Moni: ছেলের জন্য ‘ব্রেস্টফিডিং’ মেয়ের জন্য ‘ফর্মুলা’! কোনটা কঠিন? প্রশ্ন তুলে কী বললেন পরীমনি
Updated: 21 Jun 2024, 10:00 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
সোশ্যাল মিডিয়ার পাতায় ছোট্ট সন্তানের বেশকয়েকটি বোতল ফোটাতে দেখা গিয়েছে পরীমনিকে। সেই ভিডিয়ো পোস্ট করে 'পরী' লিখেছেন, ‘এবারের কুরবানি ঈদ আমার জন্যে নতুন কঠিন এক অভিজ্ঞতা! ঢাকার বাসায় নানুকে ছাড়া প্রথম কুরবানি আমার। এখানের স্বজনরা বলতে কেবল আমার স্টাফরাই। তাদের নিয়েই ঈদের দিন পশু কুরবানি করা হলো। বেশ আনন্দ ফুর্তিতে ঈদ চলে গেল। পরের দিন (সব থেকে পুরনো যিনি আমার সাথে প্রায় ছয় বছর ধরে থাকেন) আন্টি তার ছুটি চাইলেন পাঁচ দিনের জন্যে, দিলাম। ব্যাস এরপরই একজন একজন করে সবার ছুটির আবদারে আমাকে পরতে হলো এক ইমোশনাল কারবারে। এখন আমি সবার ছুটির ঘন্টা বাজিয়ে একপ্রকার একা একাই দুই বাচ্চা সামলাচ্ছি! যদিও দুজন মহিলা আমার সাথে আছেন। একজন অসুস্থ অন্য জন নতুন বলে অনেক কিছুই বুঝে উঠতে পারছেন না। যাইহোক, আমি পেরে যাচ্ছি এই বড় কথা। এই সাত সকালে মেয়ের ফিডার ক্লিন করতে করতে মনে হলো ছেলের তো এসব লাগেনি। তা হলে কোনটা কঠিন ব্রেস্টফিডিং নাকি ফর্মুলা!' এর উত্তরটাও নিজেই দিয়েছেন পরীমনি। লিখেছেন, ‘আসলে কোনটাই সহজ নয়। এনজয় ইয়োর মাদারহুড পরী’ __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: //www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: //twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: //www.instagram.com/htbangla/?hl=en #shorts #porimoni #bangladesh #breastfeeding