নাগরিকত্ব আইন বিতর্ক- মীরাট যাওয়ার পথে পুলিশ আটকাল রাহুল-প্রিয়াঙ্কাকে
Updated: 24 Dec 2019, 05:34 PM ISTমীরাট যাওয়ার পথে পুলিশ আটকে দিল রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীকে। গত সপ্তাহে সিএএ বিরোধী প্রতিবাদের সময় পাঁচজন প্রাণ হারান উত্তরপ্রদেশের মীরাটে। তাঁদের পরিবারবর্গের সঙ্গেই দেখা করতে যাচ্ছিলেন গান্ধী পরিবারের সদস্যরা। কিন্তু শহরের সীমান্ত থেকেই তাঁদের ফেরত পাঠিয়ে দেয় পুলিশ। দিল্লি থেকে মীরাট যাচ্ছেন গান্ধীরা, এই খবর পাওয়ার পরেই নিরাপত্তা আঁটোসাঁটো করে পুলিশ। পর্তাপুরে তাদের আটকায় পুলিশ।পরে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন যে কোন ধারায় তাদেরকে থামানো হয়, সেটি পুলিশ জানায়নি। ওয়েনাদ সাংসদ এটাও বলেন যে তিনি বলেছিলেন যে শুধু তিনজনে যাবেন। তাঁর পরেও তাদের ঢুক🐭তে দেওয়া হয়নি বলে রাহুলের দাবি। রাহুল, প্রিয়ঙ্কার সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ প্রমোদ তেওয়ারি। এসএসপি অজয় সাহনি যদিও বলেন যে তাঁরা প্রয়োজনীয় নথিপত্র গান্ধীদের দেখিয়েছিলেন এবং তারপর নিজের থেকেই ওনারা চলে যান। এসএসপি বলেন যে রাহুলরা মীরাটে গেলে ১৪৪ ধারা ভঙ্গ হত। রবিবার বিজনৌরে বিক্ষোভের সময় মৃত দুই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়ঙ্কা গান্ধী। এখনও পর্যন্ত সিএএ বিরোধী প্রতিবাদে উত্তরপ্রদেশে বলি ১৭।