ভিডিও- কীভাবে করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করে গোটা বিশ্বে একঘরে হয়ে যাচ্ছে চিন
Updated: 31 Mar 2020, 11:04 PM ISTচিনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে গত বছরের ১৭ নভেম্বর। কিন্তু প্রথম দুই মাস সম্পূর্ণ ভাবে করোনাভাইরাসকে ধামাচাপা দিতেই উদ্যোগী ছিল চিন। প্রথমেই যদি বিশ্বের কাছে করোনার স্বরূপ নিয়ে চিন স্পষ্ট করে বলত, তাহলে হয়তো মরতে হত না এতজন নিরীহ মানুষকে সারা দুনিয়ায়। অন্যদিকে ড্যামেজ কন্ট্রোলের জন্য এখন সারা বিশ্বে ত্রাণ পাঠাচ্ছে চিন।কিন্তু তাতেও গেরো। বিভিন্ন দেশে খারাপ গুণমানের জন্য খারিজ হয়ে গিয়েছে চিনের দেওয়া মাল। সবমিলিয়ে শি জিনপিংয়ের ভাইরাস কূটনীতি প্রত্যাশিত পথে এগোচ্ছে না। বিষদে জানার জন্য ভিডিও🅷টি দেখুন।