জেএনইউতে হাজির দীপিকা, মুগ্ধ হয়ে শুননেন কানাইয়া কুমারের বক্তৃতা
Updated: 08 Jan 2020, 04:33 PM IST🧸মঙ্গলবার রাতে আচমকাই দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাবরমতী হস্টেলের বাইরে টি পয়েন্টে বিক্ষোভরত পড়ুয়াদের মাঝে হাজির হন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নিজের আসন্ন ছবি ছপাকের প্রচারে মঙ্গলবার রাজধানীতেই ছিলেন দীপিকা। দীপিকা পাড়ুকোন সেখানে উপস্থিত হলেও কোনও বক্তব্য রাখেন নি। জানিয়েছিলেন তিনি ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিতে এসেছেন। দীপিকা জেএনইউ ক্যাম্পাসে পৌঁছানো মাত্রই বিজেপির নিশানায় দীপিকা। তাঁর আসন্ন ছবি ছপাককে বয়কট করার ডাক দিয়েছেন দিল্লির বিজেপি নেতা তেজেন্দ্র পাল সিং বগ্গা। গেরুয়া শিবির থেকে তাঁকে টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য বলেও আক্রমণ করা হয়েছ। সোশ্যাল মিডিয়াও দুভাগে ভাগ হয়ে গেছে। কেউ কেউ দীপিকার এই সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন তো কেউ আবার দীপিকাকে অ্যান্টি ন্যাশানাল, আরবান নক্সাল, পাকিস্তানি বলেও কটাক্ষ করেছেন।