Updated: 02 Mar 2023, 03:54 PM IST
লেখক Sritama Mitra
পঞ্চায়েত ভোটের আগে সাগরদিঘির উপনির্বাচন কার্যত ছিল রাজ্যে বিরোধীদের কাছে লিটমাস টেস্ট। এই সেমিফাইনাল খুব একটা সহজ ছিলনা বাম-কংগ্রেসের কাছে। তৃণমূলের তিন বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে উপনির্বাচন হয় সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। আর সেখানেই বাজিমাত করে কংগ্রেস। ত্রিমুখী লড়াইয়ের জায়গায় লড়াই কার্যত দ্বিমুখী হয়ে যায়। বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী বাইরেন বিশ্বাসের বিরুদ্ধে নামেন তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তবে বেলা গড়াতেই অকাল 'হোলি'তে মাতে অধীর শিবির, উচ্ছ্বাস ছিল বাম শিবিরেও। এই জয়ের সমীকরণ নিয়ে কী বললেন অধীর চৌধুরী? এছাড়াও পঞ্চায়েত ভোট নিয়েও হুঙ্কার শোনা গেল অধীর চৌধুরীর কণ্ঠে।